মহিউদ্দিন বিন জুবায়েদ : জীবনের ঝুঁকি নিয়ে আহ!
কত পথ পেরিয়ে আসে..
পরিযায়ী পাখিগুলো—
বাংলার হাওড়-বাওড় ঘাসে।
দারুণ শীতে, সাইবেরিয়া
বরফে বরফে ঢাকা..
বড় কষ্ট শীতের পাখির
ও দেশগুলোতে যে থাকা!
হাজার হাজার পথ পেরিয়ে
নিরাপদ এক আশ্রয় খোঁজে..
বাংলায় এসেও পায় না মুক্তি
শিকারীর হাতে মরে রোজে।
একটু দয়া একটু মায়া
রেখো, আপন আপন মনে..
পরিযায়ী পাখিগুলো
মেরো না ভাই, জনে জনে।