নিজস্ব প্রতিবেদক : নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছে মীর সিমেন্ট লিমিটেডের বার্ষিক পরিবেশক সম্মেলন। বুধবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার অনুষ্ঠিত এই সম্মেলনের দেশের গুরুত্বপূর্ণ সিমেন্ট পরিবেশকরা অংশ নেন। সম্মেলনে প্রধান অতিথি মীর সিমেন্টের চিফ মার্কেটিং অফিসার মো. মশিউর রহমান বলেন, “ব্যবসায়িক অংশীদারদের সাথে সুসম্পর্ক বজায় রাখার উদ্দেশ্যে আমরা প্রতি বছরই পরিবেশক সম্মেলনের আয়োজন করে থাকি। সম্মেলনে আমরা আমাদের ব্যবসা সম্প্রসারণের জন্য নানা কৌশল প্রণয়নের ব্যাপারে কথা বলি, যার মাধ্যমে আমরা আমাদের পণ্যকে আরও সহজলোভ্য ও গুণগত মান প্রদান করতে পারি। এভাবেই আমরা মীর সিমেন্টকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব।” মীর গ্রুপের চিফ ফাইন্যান্স অফিসার মো. মিরাজ উদ্দিন, চিফ রিলেশনশিপ অফিসার মো. রফিকুল ইসলাম এবং বিজনেস ডেভলপমেন্ট বিভাগের সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার জয়নাল আবেদিন সম্মেলনে উপস্থিত ছিলেন।