বিনোদন ডেস্ক : হলিউডের একসময়ের সবচেয়ে জনপ্রিয় ও বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ২০১৪ সালের দিকে অভিনয় কমিয়ে তিনি পরিচালনা ও প্রযোজনায় মন দেন। কিন্তু পরিবার ও সন্তানদের জন্য সেটাও করতে পারেননি। এর মধ্যে আবার ২০১৬ সালে অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে তার ডিভোর্স হয়ে যায়। এই দম্পতির ছয় সন্তান, যারা জোলির তত্ত্বাবধানেই রয়েছেন। এদিকে, সন্তানদের কোনো খরচই দেন না ব্র্যাড পিট। এ নিয়ে জোলি আদালতের দারস্থও হয়েছিলেন। কিন্তু তাতে তেমন ফল হয়নি। বাধ্য হয়ে তাই পরিবার ও সন্তানদের জন্য আবারও অভিনয়ে ফিরে এসেছেন নায়িকা।
জোলি অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘মেলফিসেন্ট: মিসট্রেস অব এভিল’ মুক্তি পায় ২০১৯ সালে। এরপর চলতি বছরের ১৪ মে মুক্তি পেয়েছে ‘দোজ হু উইশ মি ডেড’। এই ছবিতে আবারও পুরোনো মারকুটে রূপে ফিরেছেন জোলি। মন্টানার বন্য পরিবেশে দাবানলের মাঝে এক নারীর লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। সম্প্রতি হলিউডের ‘এন্টারটেইনমেন্ট উইকলি’ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে জোলি বলেন, ‘পরিচালনা ভালো লাগে। কিন্তু পরিবারে ঘটে যাওয়া একটি পরিবর্তন কয়েক বছর আমাকে ক্যামেরার পেছনে দাঁড়াতে দেয়নি। সন্তানদের জন্য বাড়িতেই বেশি সময় কাটাতে হয়েছে। সেই সন্তানদের জন্যই আবার অভিনয়ে ফিরলাম।’ জোলির ‘দোজ হু উইশ মি ডেড’ ছবিটির দৃশ্যধারণ শুরু হয়েছিল ২০১৯ সালের মে মাসে। কাজ শুরুর দুই বছর পর মুক্তি পেল ছবিটি। করোনার এই সময়ে প্রেক্ষাগৃহেই মুক্তি দেয়া হয়েছে ছবিটি। কিন্তু আশানুরূপ আয় হয়নি। মুক্তির প্রথম তিন দিনে ছবিটি উত্তর আমেরিকায় মাত্র ২৮ লাখ ডলার আয় করেছে। বিশ্বব্যাপী আয় ৮১ লাখ ডলারের কিছু বেশি।
পরিবারের জন্য ফের অভিনয়ে জোলি
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ