নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচটি ইমামের ছেলে সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তানভীর ইমাম, তার স্ত্রী মাহিন ইমাম ও মেয়ে মানিজা ইসমত ইমামের নামে থাকা ৬৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব শুনানি শেষে এ আদেশ দেন।
এসব হিসাবে ২০ কোটি ২৯ লাখ ৭৯ হাজার টাকা রয়েছে। এর মধ্যে তানভীরের নামে ৫৮টি, তার স্ত্রী মাহিনের তিনটি ও মেয়ে মানিজার আটটি হিসাব রয়েছে। এছাড়া তাদের নামে থাকা স্থাবর সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়েছে।
জব্দ হওয়া স্থাবর সম্পদের মধ্যে তানভীর ইমামের নামে গুলশানে দুটি ফ্লোরের ৩০ শতাংশ হাউজ রয়েছে। যার প্রদর্শিত মূল্য ২৯ লাখ ৫০ হাজার টাকা। উত্তরায় ১৫০৮ স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট রয়েছে। এছাড়া তার তিনটি গাড়ি অবরুদ্ধ করা হয়েছে। তার স্ত্রী মাহিনের বসুন্ধরায় ৬০ লাখ টাকা মূল্যের অ্যাপার্টমেন্ট জব্দ করা হয়েছে। তাদের মেয়ে মানিজার এক কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেডের পার্ক প্যনোরোমা প্রকল্প জব্দ করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, দুদকের পক্ষে স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ চেয়ে আবেদন করা হয়। আবেদনে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী তানভীর ইমামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। অনুসন্ধানকালে পাওয়া রেকর্ডপত্র মোতাবেক তানভীর ইমাম, তার স্ত্রী মাহিন ইমাম ও মেয়ে মানিজা ইসমত ইমাম স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করার তথ্য পাওয়া যায়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব স্থাবর জব্দ ও অস্থাবর অবরুদ্ধ করা আবশ্যক।