বিনোদন ডেস্ক : ওটিটি প্ল্যাটফর্মে পরপর তিনটি ছবিতে সাফল্য নিয়ে বেশ হইচই পড়েছে বলিউড অভিনেত্রী পরিনতি চোপড়াকে নিয়ে। পরিচালক ঋভু দাশগুপ্তের ছবি ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’, পরিচালক অমল গুপ্তের ছবি ‘সাইনা’ এবং দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ছবি ‘সন্দীপ অউর পিঙ্কি ফরার’। এত প্রশংসা পাওয়ার পর ততটাও খুশি দেখা যাচ্ছেনা অভিনেত্রীকে। কিন্তু কেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করে পরিণীতি জানিয়েছেন, আমার ছবি যখন ফ্লপ করছিল, তখন সবাই আমাকেই দোষ দিচ্ছিলেন। বলছিলেন, আমি চরিত্র অনুযায়ী নিজের ১০০ শতাংশ দিতে পারিনি। কিন্তু কেউ বলেননি যে ছবিগুলোই ভাল ছিল না। একজনও বলেননি, অমুক পরিচালক পরিণীতির প্রতিভাকে ব্যবহার করতে পারেননি। আমাদের দেশের সমালোচনার ধরণটাই এরকম। তাই আমি ঠিক করেছি, আমি আমার ১০০ শতাংশই দেব। বাকিটার দিকে তাকিয়েও দেখব না।