ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

পরিচিত সেজে বাড়িতে ঢুকে অচেতন করে স্বর্নালঙ্কার চুরি

  • আপডেট সময় : ০১:২৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
  • ১২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : অস্ট্রেলিয়া প্রবাসী সন্তানের পরিচিত সেজে বাড়িতে ঢুকে কৌশলে অচেতন করে প্রায় চার লাখ টাকার স্বর্নালঙ্কার চুরির অভিযোগে অজ্ঞাতনামা এক নারীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন এক দম্পতি।
অভিযোগকারী দম্পতি রাজধানীর পল্লবী এলাকার ৩ নম্বর ব্লকের একটি বাড়ির বাসিন্দা।
বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত মহিউদ্দিন আহমেদ (৬৯) ও তার স্ত্রী সীমা আহমেদের (৬১) বাসায় গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান সংবাদমাধ্যমকে বলেন, “এই রকম ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। আমাদের থানায় এ ধরনের অভিযোগ আগে আসেনি। ধারণা করা যাচ্ছে, ভুক্তভোগীর সাথে ঘনিষ্ঠতা আছে এমন কারও মাধ্যমে সেই নারী সমস্ত তথ্য নিয়েই তাদের বাড়িতে ঢুকেছে।“
সিসিটিভি ফুটেজ থেকে ওই নারীকে শনাক্ত করার পর তাকে ধরার চেষ্টা চলছে বলে জানান তিনি। মাঝবয়সী এক নারী কৌশলে আট তলার ওই বাসায় ঢুকে তাদের অচেতন করে গহনা নিয়ে পালিয়ে যান বলে ঘটনার বর্ণনা দেন ভুক্তভোগী মহিউদ্দিন। তিনি জানান, ঘটনার রাতে অজ্ঞাতনামা সেই নারী তাদের বাসার নিচে এসে দারোয়ানকে তাদের বাসায় যাবেন বলে জানালে তার স্ত্রী উপরে বাসায় পাঠিয়ে দিতে বলেন। এরপর বাসায় এসে সেই নারী দাবি করেন মহিউদ্দিন-সীমা দম্পতির অস্টেলিয়া প্রবাসী ছেলে নাফিস আহমেদ (৩৬) তার স্বামী ডা. মামুনের বন্ধু। তিনি মিরপুর-১২ নম্বর এ-ব্লকে তিনি দুইটি ফ্ল্যাট কিনেছেন এবং সেখানে মিলাদ মাহফিলের জন্য তাদেরকে দাওয়াত দিতে এসেছেন। আলাপের একপর্যায়ে ওই নারী বেশ কিছু বাংলাদেশি টাকা তার কাছে রাখা নিরাপদ নয় বলে এই দম্পতির বাসায় রাখতে চান। মহিউদ্দিন বলেন, “এরপর সেই মহিলা আমার স্ত্রীর সাথে বাসার বেডরুমে গেলে কিছু সময়ের জন্য আমাদের জ্ঞান শক্তি লোপ পায়। কী কারণে এমনটা ঘটল, কিছুই বুঝতে পারিনি। সে আমাদের কিছু খেতেও দেয়নি। আমরা যে খাবার দিয়েছিলাম, সেটিও খান নাই। এমনকি আমরা তার দেওয়া কিছু শুঁকিও নাই।
“রাত ৯টা নাগাদ আমাদের জ্ঞান ফিরে আসলে দেখতে পাই বাসার বেড রুমের ভিতরে কাঠের ওয়াল কেবিনেটের ড্রয়ারের মধ্যে থাকা মোট তিন লাখ ৮৩ হাজার টাকার গয়না উধাও।”
ওই নারী তাদের পরিবারের এবং ছেলের সব খোঁজ খবর নিয়েই এসেছেন। এমনকি অস্ট্রেলিয়া থেকে তাদের ছেলের আগামী ২৮ জুন দেশে আসার কথা সে জানে বলে জানান বর্ষীয়ান মহিউদ্দিন। এ ব্যাপারে বৃহস্পতিবার রাতে পল্লবী থানায় অভিযোগ করেন তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচিত সেজে বাড়িতে ঢুকে অচেতন করে স্বর্নালঙ্কার চুরি

আপডেট সময় : ০১:২৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদক : অস্ট্রেলিয়া প্রবাসী সন্তানের পরিচিত সেজে বাড়িতে ঢুকে কৌশলে অচেতন করে প্রায় চার লাখ টাকার স্বর্নালঙ্কার চুরির অভিযোগে অজ্ঞাতনামা এক নারীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন এক দম্পতি।
অভিযোগকারী দম্পতি রাজধানীর পল্লবী এলাকার ৩ নম্বর ব্লকের একটি বাড়ির বাসিন্দা।
বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত মহিউদ্দিন আহমেদ (৬৯) ও তার স্ত্রী সীমা আহমেদের (৬১) বাসায় গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান সংবাদমাধ্যমকে বলেন, “এই রকম ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। আমাদের থানায় এ ধরনের অভিযোগ আগে আসেনি। ধারণা করা যাচ্ছে, ভুক্তভোগীর সাথে ঘনিষ্ঠতা আছে এমন কারও মাধ্যমে সেই নারী সমস্ত তথ্য নিয়েই তাদের বাড়িতে ঢুকেছে।“
সিসিটিভি ফুটেজ থেকে ওই নারীকে শনাক্ত করার পর তাকে ধরার চেষ্টা চলছে বলে জানান তিনি। মাঝবয়সী এক নারী কৌশলে আট তলার ওই বাসায় ঢুকে তাদের অচেতন করে গহনা নিয়ে পালিয়ে যান বলে ঘটনার বর্ণনা দেন ভুক্তভোগী মহিউদ্দিন। তিনি জানান, ঘটনার রাতে অজ্ঞাতনামা সেই নারী তাদের বাসার নিচে এসে দারোয়ানকে তাদের বাসায় যাবেন বলে জানালে তার স্ত্রী উপরে বাসায় পাঠিয়ে দিতে বলেন। এরপর বাসায় এসে সেই নারী দাবি করেন মহিউদ্দিন-সীমা দম্পতির অস্টেলিয়া প্রবাসী ছেলে নাফিস আহমেদ (৩৬) তার স্বামী ডা. মামুনের বন্ধু। তিনি মিরপুর-১২ নম্বর এ-ব্লকে তিনি দুইটি ফ্ল্যাট কিনেছেন এবং সেখানে মিলাদ মাহফিলের জন্য তাদেরকে দাওয়াত দিতে এসেছেন। আলাপের একপর্যায়ে ওই নারী বেশ কিছু বাংলাদেশি টাকা তার কাছে রাখা নিরাপদ নয় বলে এই দম্পতির বাসায় রাখতে চান। মহিউদ্দিন বলেন, “এরপর সেই মহিলা আমার স্ত্রীর সাথে বাসার বেডরুমে গেলে কিছু সময়ের জন্য আমাদের জ্ঞান শক্তি লোপ পায়। কী কারণে এমনটা ঘটল, কিছুই বুঝতে পারিনি। সে আমাদের কিছু খেতেও দেয়নি। আমরা যে খাবার দিয়েছিলাম, সেটিও খান নাই। এমনকি আমরা তার দেওয়া কিছু শুঁকিও নাই।
“রাত ৯টা নাগাদ আমাদের জ্ঞান ফিরে আসলে দেখতে পাই বাসার বেড রুমের ভিতরে কাঠের ওয়াল কেবিনেটের ড্রয়ারের মধ্যে থাকা মোট তিন লাখ ৮৩ হাজার টাকার গয়না উধাও।”
ওই নারী তাদের পরিবারের এবং ছেলের সব খোঁজ খবর নিয়েই এসেছেন। এমনকি অস্ট্রেলিয়া থেকে তাদের ছেলের আগামী ২৮ জুন দেশে আসার কথা সে জানে বলে জানান বর্ষীয়ান মহিউদ্দিন। এ ব্যাপারে বৃহস্পতিবার রাতে পল্লবী থানায় অভিযোগ করেন তিনি।