ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

পরিচয় জালিয়াতি ঠেকাতে অ্যাপল, গুগলকে সিঙ্গাপুরের নির্দেশ

  • আপডেট সময় : ০৭:৪৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

প্রযুক্তি ডেস্ক: সরকারি সংস্থা সেজে মেসেজ পাঠিয়ে ব্যবহারকারীদের হয়রানি করছে কিছু চক্র। এসব বন্ধে ব্যবস্থা নিতে আইফোন নির্মাতা অ্যাপল ও সার্চ জায়ান্ট গুগলকে নির্দেশ দিয়েছে সিঙ্গাপুর সরকার।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কোম্পানির বিভিন্ন মেসেজিং অ্যাপ ব্যবহার করে কেউ যেন সরকারি দপ্তরের নাম বা পরিচয় নকল করে মানুষকে প্রতারণা করতে না পারে অ্যাপল ও গুগলকে সেই নির্দেশনা দিয়েছে তারা।

সিঙ্গাপুরের অনলাইন ‘ক্রিমিনাল হার্মস অ্যাক্ট’-এর অধীনে এই নির্দেশ দিয়েছে সংস্থাটি। দেশটির পুলিশ বলছে, অ্যাপলের ‘আইমেসেজ’ ও ‘গুগল মেসেজেস’-এ সিঙ্গাপুরের ডাক বিভাগ ‘সিংপোস্ট’-এর মতো সংস্থার পরিচয় নকল করে প্রতারণার চেষ্টা করছে কিছু প্রতারক।

সেপ্টেম্বরে ফেসবুকের মূল কোম্পানি মেটা প্ল্যাটফর্মসকেও সতর্ক করে দেশটির সরকার বলেছিল, কোম্পানিটি যদি প্রতারণা রোধে মুখ চিনে নেওয়ার প্রযুক্তি বা ‘ফেইশল রিকগনিশন’-এর মতো ব্যবস্থা না নেয় তবে তাদের ওপর জরিমানা আরোপ হতে পারে।

ফেসবুকে সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের পরিচয় নকল করে প্রতারণা চালানোর পরপরই ওই নির্দেশনা এসেছিল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

সিঙ্গাপুরে বিভিন্ন সরকারি দপ্তর ‘এসএমএস’ নামের বিশেষ এক নিবন্ধনে নিজেদের নাম নথিভুক্ত করেছে। ফলে ‘গভডটএসজি’ নামে মেসেজ পাঠানোর অধিকার কেবল তাদেরই রয়েছে। তবে, এ নিয়ম আইমেসেজ বা গুগল মেসেজে এখনও চালু হয়নি।

দেশটির পুলিশ বলেছে, আইমেসেজে বা গুগল মেসেজে কোনো অ্যাকাউন্ট যদি গভডটএসজি নাম ব্যবহার করে মেসেজ পাঠায় তবে সাধারণ মানুষ ধরে নিতে পারে যে মেসেজটি সত্যি সরকারি। কারণ এসব প্ল্যাটফর্মের মেসেজ এসএমএস-এর সঙ্গে একইভাবে দেখা যায় ও এগুলোকে সহজে আলাদা করা যায় না।

এ আদেশের অধীনে গুগল ও অ্যাপলকে এমন ব্যবস্থা নিতে হবে যাতে কোনো অ্যাকাউন্ট বা গ্রুপ চ্যাট ‘গভডটএসজি বা সিঙ্গাপুরের অন্য কোনো সরকারি সংস্থার নাম নকল করতে না পারে। এ ধরনের মেসেজ কোম্পানিগুলোকে ফিল্টার বা বন্ধ করে দিতে হবে যাতে তা মানুষের কাছে পৌঁছাতে না পারে। সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই নির্দেশ মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে অ্যাপল ও গুগল। পাশাপাশি সর্বশেষ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে জনসাধারণকে নিজেদের মোবাইল অ্যাপ আপডেটের জন্যও আহ্বান জানিয়েছে কোম্পানি দুটি।

সানা/ওআ/আপ্র/২৫/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

পরিচয় জালিয়াতি ঠেকাতে অ্যাপল, গুগলকে সিঙ্গাপুরের নির্দেশ

আপডেট সময় : ০৭:৪৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

প্রযুক্তি ডেস্ক: সরকারি সংস্থা সেজে মেসেজ পাঠিয়ে ব্যবহারকারীদের হয়রানি করছে কিছু চক্র। এসব বন্ধে ব্যবস্থা নিতে আইফোন নির্মাতা অ্যাপল ও সার্চ জায়ান্ট গুগলকে নির্দেশ দিয়েছে সিঙ্গাপুর সরকার।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কোম্পানির বিভিন্ন মেসেজিং অ্যাপ ব্যবহার করে কেউ যেন সরকারি দপ্তরের নাম বা পরিচয় নকল করে মানুষকে প্রতারণা করতে না পারে অ্যাপল ও গুগলকে সেই নির্দেশনা দিয়েছে তারা।

সিঙ্গাপুরের অনলাইন ‘ক্রিমিনাল হার্মস অ্যাক্ট’-এর অধীনে এই নির্দেশ দিয়েছে সংস্থাটি। দেশটির পুলিশ বলছে, অ্যাপলের ‘আইমেসেজ’ ও ‘গুগল মেসেজেস’-এ সিঙ্গাপুরের ডাক বিভাগ ‘সিংপোস্ট’-এর মতো সংস্থার পরিচয় নকল করে প্রতারণার চেষ্টা করছে কিছু প্রতারক।

সেপ্টেম্বরে ফেসবুকের মূল কোম্পানি মেটা প্ল্যাটফর্মসকেও সতর্ক করে দেশটির সরকার বলেছিল, কোম্পানিটি যদি প্রতারণা রোধে মুখ চিনে নেওয়ার প্রযুক্তি বা ‘ফেইশল রিকগনিশন’-এর মতো ব্যবস্থা না নেয় তবে তাদের ওপর জরিমানা আরোপ হতে পারে।

ফেসবুকে সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের পরিচয় নকল করে প্রতারণা চালানোর পরপরই ওই নির্দেশনা এসেছিল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

সিঙ্গাপুরে বিভিন্ন সরকারি দপ্তর ‘এসএমএস’ নামের বিশেষ এক নিবন্ধনে নিজেদের নাম নথিভুক্ত করেছে। ফলে ‘গভডটএসজি’ নামে মেসেজ পাঠানোর অধিকার কেবল তাদেরই রয়েছে। তবে, এ নিয়ম আইমেসেজ বা গুগল মেসেজে এখনও চালু হয়নি।

দেশটির পুলিশ বলেছে, আইমেসেজে বা গুগল মেসেজে কোনো অ্যাকাউন্ট যদি গভডটএসজি নাম ব্যবহার করে মেসেজ পাঠায় তবে সাধারণ মানুষ ধরে নিতে পারে যে মেসেজটি সত্যি সরকারি। কারণ এসব প্ল্যাটফর্মের মেসেজ এসএমএস-এর সঙ্গে একইভাবে দেখা যায় ও এগুলোকে সহজে আলাদা করা যায় না।

এ আদেশের অধীনে গুগল ও অ্যাপলকে এমন ব্যবস্থা নিতে হবে যাতে কোনো অ্যাকাউন্ট বা গ্রুপ চ্যাট ‘গভডটএসজি বা সিঙ্গাপুরের অন্য কোনো সরকারি সংস্থার নাম নকল করতে না পারে। এ ধরনের মেসেজ কোম্পানিগুলোকে ফিল্টার বা বন্ধ করে দিতে হবে যাতে তা মানুষের কাছে পৌঁছাতে না পারে। সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই নির্দেশ মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে অ্যাপল ও গুগল। পাশাপাশি সর্বশেষ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে জনসাধারণকে নিজেদের মোবাইল অ্যাপ আপডেটের জন্যও আহ্বান জানিয়েছে কোম্পানি দুটি।

সানা/ওআ/আপ্র/২৫/১১/২০২৫