ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

পররাষ্ট্রমন্ত্রী বললেন তিনি অভিযোগের ধারেকাছেও নেই

  • আপডেট সময় : ০২:৩০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সরকারকে টিকিয়ে রাখতে ভারতের সহযোগিতা চাওয়ার বিষয়ে দেওয়া বক্তব্যের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, তাঁকে নিয়ে যে অভিযোগ উঠেছে তিনি তাঁর ধারেকাছেও নেই।
গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে তিনি কোনো কথা বলেননি। স্থিতিশীলতা নিয়ে কথা বলেছেন। গত বৃহস্পতিবার চট্টগ্রামে জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছেন, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে যা যা করার দরকার, সেটা করার জন্য তিনি ভারতকে অনুরোধ করেছেন। ওই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দুই দেশেরই রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। এটি সম্ভব যদি শেখ হাসিনার সরকারকে সমর্থন দেয় ভারত।পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের কঠোর সমালোচনা অব্যাহত রয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পর বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। সরকারের মধ্যেও মন্ত্রীর বক্তব্য নিয়ে সমালোচনা হয়েছে। মন্ত্রীর বক্তব্যে সরকার ও আওয়ামী লীগে অস্বস্তি তৈরি হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পররাষ্ট্রমন্ত্রী বললেন তিনি অভিযোগের ধারেকাছেও নেই

আপডেট সময় : ০২:৩০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক : সরকারকে টিকিয়ে রাখতে ভারতের সহযোগিতা চাওয়ার বিষয়ে দেওয়া বক্তব্যের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, তাঁকে নিয়ে যে অভিযোগ উঠেছে তিনি তাঁর ধারেকাছেও নেই।
গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে তিনি কোনো কথা বলেননি। স্থিতিশীলতা নিয়ে কথা বলেছেন। গত বৃহস্পতিবার চট্টগ্রামে জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছেন, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে যা যা করার দরকার, সেটা করার জন্য তিনি ভারতকে অনুরোধ করেছেন। ওই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দুই দেশেরই রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। এটি সম্ভব যদি শেখ হাসিনার সরকারকে সমর্থন দেয় ভারত।পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের কঠোর সমালোচনা অব্যাহত রয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পর বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। সরকারের মধ্যেও মন্ত্রীর বক্তব্য নিয়ে সমালোচনা হয়েছে। মন্ত্রীর বক্তব্যে সরকার ও আওয়ামী লীগে অস্বস্তি তৈরি হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।