আন্তর্জাতিক ডেস্ক : ইরান জানিয়ে দিয়েছে- ভিয়েনায় আলোচনার সময় ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত হতে পারে, তবে অনির্দিষ্টকাল আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব নয়। গত শনিবার এক টুইট বার্তায় ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ এ কথা বলেছেন।
এ ব্যাপারে সাঈদ খতিবজাদেহ বলেন, যুক্তরাষ্ট্র যদি ট্রাম্পের ব্যর্থ উত্তরাধিকার নীতি ত্যাগ করার সিদ্ধান্ত নেয়, তাহলে এখনো বিশ্বাস করি চুক্তি সম্ভব। ইরান অনির্দিষ্টকাল আলোচনা চালিয়ে যাবে না। ২০১৫ সালে তেহরানের সঙ্গে পরমাণু চুক্তিতে অংশ নেয় বিশ্বশক্তি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়া) রাষ্ট্রগুলো। পরবর্তীতে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে চুক্তিটি থেকে বের করে নিয়ে আসেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইরানের ওপর অর্থনীতি ও অস্ত্রখাতসহ বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেন।
তবে গত জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকেই চুক্তিটি আবারও চালু করার লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
পরমাণু চুক্তির জন্য অনির্দিষ্টকাল আলোচনা নয় : ইরানের হুঙ্কার
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ