বিদেশেরখবর ডেস্ক : পরবর্তী বৈশ্বিক মহামারি মোকাবেলায় ১৪০ কোটি ডলারের তহবিল চালু করেছেন জি-২০ ভুক্ত দেশগুলোর স্বাস্থ্য ও অর্থমন্ত্রীরা। গতকাল রোববার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। এই তহবিল চালুর ঘোষণা দেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়াসাস এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস। জোকো উইদোদো বলেছেন, ‘জি-২০ মহামারি প্রতিরোধ ও প্রস্তুতির জন্য তহবিল তৈরি করতে সম্মত হয়েছে।জি-২০ ও জি-২০ভুক্ত নয় এমন সদস্যদের দাতারা, জনহিতকর সংস্থাগুলি এই তহবিলে অবদান রেখেছে। কিন্তু এটি যথেষ্ট নয়।’
তিনি জানিয়েছেন, পরবর্তী বৈশ্বিক মহামারি মোকাবেলায় তিন হাজার ১০০ কোটি ডলার প্রয়োজন। তহবিলে ৪৫ কোটি মার্কিন ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র, যা মোট তহবিলের এক তৃতীয়াংশ।
মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেছেন, বৈশ্বিক সমস্যা মোকাবেলায় জি-২০ কী করতে পারে এই যৌথ তহবিল গঠন তার একটি উদাহরণ।