ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

পরবর্তী প্রজন্ম তৈরির লক্ষ্যে কাজ করছেন শেখ হাসিনা: ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০১:০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী প্রজন্ম তৈরির লক্ষ্যে কাজ করছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, গত ৪৭ বছরে সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা। শেখ হাসিনা পরবর্তী নির্বাচন নয়, পরবর্তী প্রজন্ম তৈরির লক্ষে কাজ করছেন ।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে অবরুদ্ধ গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হয়েছিলো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ। তিনি বলেন, ‘শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলে বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বঙ্গবন্ধু রাজনৈতিক মুক্তি দিয়েছিলেন আর শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক স্বাধীনতা।’
সেতুমন্ত্রী বলেন, ‘আগামী জুনেই পদ্মা সেতুতে দাঁড়িয়ে বাংলার মানুষ পূর্ণিমার চাঁদ দেখতে পাবেন। আগামী সপ্তাহ শেষে প্রধানমন্ত্রীকে সামারি পাঠাবো। তিনি যখন সময় দেবেন, সেই সময়ে আমরা পদ্মাসেতু উদ্বোধন করবো।’
তিনি আরও বলেন, ‘দুর্নীতির অভিযোগ দিয়ে বিশ্বব্যাংক পদ্মাসেতুর করার অর্থ না দিয়ে সহযোগিতার বন্ধ করেছিল। তারা চলে গেলেও আমরা আমাদের টাকা দিয়েই পদ্মাসেতু করেছি। জুন মাসেই চন্দ্রালোকিত পূর্ণিমা রাতে পদ্মা সেতুতে দাঁড়িয়ে বাংলার মানুষ পূর্ণিমার চাঁদ দেখবে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দেশের মানুষ ভালো থাকলে তো বিএনপির মন খারাপ করে। পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, তরুণ প্রজন্মের মেট্রোরেল তো হয়েই গেলো। ফখরুল সাহেব এবার কী বলবেন? তিনি নিশ্চয় বলবেন, শেখ হাসিনা সব করেই ফেললেন, আমরা কিছু পারলাম না। নির্বাচন আসছে কী দেখাবেন? জনগণকে কী দেখিয়ে ভোট চাইবেন? আপনাদের নেতা তো পলাতক দ-িত আসামি। তাহলে প্রধানমন্ত্রী হবেন কে? দুর্নীতির দায়ে দ-িত খালেদা জিয়া তাহলে কে হবে আপনাদের নেতা, কে হবে আপনাদের প্রধানমন্ত্রী।’
তিনি বলেন, ‘বিএনপি বলে ঈদের পরে আন্দোলন করবে গত ১৩ বছরে কত ঈদ গেলো আর এলো তবুও বিএনপির আন্দোলন হলো না।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী দল বিএনপি। সন্ত্রাস করে বন্দুকের নলের ওপর ভর করে তারা ক্ষমতায় বসেছিলো। ভবিষ্যতে বাংলাদেশে সন্ত্রাসী কোনো দল ক্ষমতায় আসতে পারবে না। শেখ হাসিনার নেতৃত্বে সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে গন্তব্যে পৌঁছাবে আওয়ামী লীগ।’ ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ সন্ত্রাসী করে না, সন্ত্রাস করে বিএনপি। আওয়ামী লীগের দেশের মানুষের জন্য রাজনীতি করে,আওয়ামী লীগ মাটি ও মানুষের রাজনীতি করে।’ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ প্রমুখ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টাকে রুখে দিতে হবে: প্রধান উপদেষ্টা

পরবর্তী প্রজন্ম তৈরির লক্ষ্যে কাজ করছেন শেখ হাসিনা: ওবায়দুল কাদের

আপডেট সময় : ০১:০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী প্রজন্ম তৈরির লক্ষ্যে কাজ করছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, গত ৪৭ বছরে সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা। শেখ হাসিনা পরবর্তী নির্বাচন নয়, পরবর্তী প্রজন্ম তৈরির লক্ষে কাজ করছেন ।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে অবরুদ্ধ গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হয়েছিলো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ। তিনি বলেন, ‘শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলে বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বঙ্গবন্ধু রাজনৈতিক মুক্তি দিয়েছিলেন আর শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক স্বাধীনতা।’
সেতুমন্ত্রী বলেন, ‘আগামী জুনেই পদ্মা সেতুতে দাঁড়িয়ে বাংলার মানুষ পূর্ণিমার চাঁদ দেখতে পাবেন। আগামী সপ্তাহ শেষে প্রধানমন্ত্রীকে সামারি পাঠাবো। তিনি যখন সময় দেবেন, সেই সময়ে আমরা পদ্মাসেতু উদ্বোধন করবো।’
তিনি আরও বলেন, ‘দুর্নীতির অভিযোগ দিয়ে বিশ্বব্যাংক পদ্মাসেতুর করার অর্থ না দিয়ে সহযোগিতার বন্ধ করেছিল। তারা চলে গেলেও আমরা আমাদের টাকা দিয়েই পদ্মাসেতু করেছি। জুন মাসেই চন্দ্রালোকিত পূর্ণিমা রাতে পদ্মা সেতুতে দাঁড়িয়ে বাংলার মানুষ পূর্ণিমার চাঁদ দেখবে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দেশের মানুষ ভালো থাকলে তো বিএনপির মন খারাপ করে। পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, তরুণ প্রজন্মের মেট্রোরেল তো হয়েই গেলো। ফখরুল সাহেব এবার কী বলবেন? তিনি নিশ্চয় বলবেন, শেখ হাসিনা সব করেই ফেললেন, আমরা কিছু পারলাম না। নির্বাচন আসছে কী দেখাবেন? জনগণকে কী দেখিয়ে ভোট চাইবেন? আপনাদের নেতা তো পলাতক দ-িত আসামি। তাহলে প্রধানমন্ত্রী হবেন কে? দুর্নীতির দায়ে দ-িত খালেদা জিয়া তাহলে কে হবে আপনাদের নেতা, কে হবে আপনাদের প্রধানমন্ত্রী।’
তিনি বলেন, ‘বিএনপি বলে ঈদের পরে আন্দোলন করবে গত ১৩ বছরে কত ঈদ গেলো আর এলো তবুও বিএনপির আন্দোলন হলো না।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী দল বিএনপি। সন্ত্রাস করে বন্দুকের নলের ওপর ভর করে তারা ক্ষমতায় বসেছিলো। ভবিষ্যতে বাংলাদেশে সন্ত্রাসী কোনো দল ক্ষমতায় আসতে পারবে না। শেখ হাসিনার নেতৃত্বে সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে গন্তব্যে পৌঁছাবে আওয়ামী লীগ।’ ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ সন্ত্রাসী করে না, সন্ত্রাস করে বিএনপি। আওয়ামী লীগের দেশের মানুষের জন্য রাজনীতি করে,আওয়ামী লীগ মাটি ও মানুষের রাজনীতি করে।’ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ প্রমুখ।