বিনোদন ডেস্ক : বলিউডের নির্ভরযোগ্য নাম আয়ুষ্মান খুরানা। ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত ভক্তদের উপহার দিয়েছেন একের পর এক সফল ছবি। ধারাবাহিক সফলতায় পারিশ্রমিকও বাড়িয়েছিলেন অভিনেতা। তবে সম্প্রতি পরপর দুটি ছবি ফ্লপ হওয়ায় নিজের পারিশ্রমিক কমাতে বাধ্য হয়েছেন তিনি। জানা গেছে পারিশ্রমিক বাড়িয়ে ২৫ কোটি রূপি করেছিলেন আয়ুষ্মান খুরানা। দুটি ছবি ব্যর্থ হওয়ায় বর্তমানে পারিশ্রমিক কমিয়ে ১৫ কোটি করেছেন অভিনেতা। ছবির ব্যর্থতার কারণে পারিশ্রমিক কমাতে হলেও কাজ নিয়ে সংকটে নেই এই অভিনেতা। তার হাতে আছে একাধিক ছবির কাজ। কিছুদিন পরেই মুক্তি পাবে ‘ডক্টর জি’। চলতি বছরের শেষ পর্যন্ত তিনি ‘ড্রিম গার্ল টু’-এর শুটিং নিয়ে ব্যস্ত থাকবেন। এরপর তিনি পরবর্তী ছবির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। বলিউডের এই দুঃসময়ের আয়ুষ্মান ছাড়াও আরও অনেক তারকাই পারিশ্রমিক কমিয়েছেন। অক্ষয় কুমার ১৪৪ কোটি রূপি পারিশ্রমিক নিতেন প্রতি ছবিতে। অভিনেতা পারিশ্রমিক কমিয়ে এখন ৭২ কোটি রূপি করেছেন। জব আব্রাহাম, রাজকুমার রাও-ও তাদের পারিশ্রমিক অর্ধেক করেছেন।
জনপ্রিয় সংবাদ