ঢাকা ০৭:১০ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

পরকীয়ার অভিযোগে ৩৭ বছরের সংসার ভাঙছে গোবিন্দের

  • আপডেট সময় : ০৪:২৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: ব্যক্তিগত জীবনে চরম বিতর্কের মুখে রয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ। পরকীয়া, প্রতারণা ও নিষ্ঠুরতার অভিযোগে স্ত্রীর পক্ষ থেকে পেয়েছেন ডিভোর্স লেটার। তবু এই নায়ককে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন মেজাজে। বিমানবন্দরে হাসিমুখে হাত নাড়িয়ে ভক্তদের দিকে চুমু ছুঁড়ে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। যেন এই বার্তা দিলেন, সবকিছু ছাপিয়ে ভালোই আছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা গত বছরের ৫ ডিসেম্বর মুম্বাইয়ের বান্দ্রা পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন জমা দেন।

সুনীতা বেশ কিছু অভিযোগ এনেছেন গোবিন্দের বিরুদ্ধে। তার মধ্যে আছে নিষ্ঠুরতা, ব্যভিচার (পরকীয়া), প্রতারণা।

জানা গেছে, স্ত্রীর অভিযোগের কোনো শুনানিতে হাজির হননি গোবিন্দ। তবে সুনীতা প্রতিবারই আদালতে উপস্থিত ছিলেন।

অভিযোগের খবর ছড়িয়ে পড়ার মধ্যেই সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় সাদা পোশাকে, রোদচশমা পরে মুম্বাই বিমানবন্দরে পৌঁছেছেন গোবিন্দ। তাকে ঘিরে ধরেন পাপারাজ্জিরা। অভিনেতাও হেসে হাত নাড়েন। চুমু ছুঁড়ে দেন ভিড় জমানো ভক্তদের উদ্দেশ্যে।

ভক্তদের কেউ ভিডিও করেন, কেউ আবার কাছ থেকে ছবি তোলার সুযোগ পান। এরপর গোবিন্দ চলে যান ভেতরে।

গোবিন্দ ও সুনীতা বিয়ে করেন ১৯৮৭ সালের ১১ মার্চ। যদিও শুরুতে তা চার বছর গোপন রাখা হয় সেই বিয়ের খবর। তাদের সংসারে আছে দুই সন্তান মেয়ে টিনা ও ছেলে যশবর্ধন।

এসি/

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিকাগোতেও সেনা মোতায়েনের কথা ভাবছেন ট্রাম্প, ক্ষুব্ধ ডেমোক্র্যাট গভর্নর

পরকীয়ার অভিযোগে ৩৭ বছরের সংসার ভাঙছে গোবিন্দের

আপডেট সময় : ০৪:২৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

বিনোদন ডেস্ক: ব্যক্তিগত জীবনে চরম বিতর্কের মুখে রয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ। পরকীয়া, প্রতারণা ও নিষ্ঠুরতার অভিযোগে স্ত্রীর পক্ষ থেকে পেয়েছেন ডিভোর্স লেটার। তবু এই নায়ককে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন মেজাজে। বিমানবন্দরে হাসিমুখে হাত নাড়িয়ে ভক্তদের দিকে চুমু ছুঁড়ে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। যেন এই বার্তা দিলেন, সবকিছু ছাপিয়ে ভালোই আছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা গত বছরের ৫ ডিসেম্বর মুম্বাইয়ের বান্দ্রা পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন জমা দেন।

সুনীতা বেশ কিছু অভিযোগ এনেছেন গোবিন্দের বিরুদ্ধে। তার মধ্যে আছে নিষ্ঠুরতা, ব্যভিচার (পরকীয়া), প্রতারণা।

জানা গেছে, স্ত্রীর অভিযোগের কোনো শুনানিতে হাজির হননি গোবিন্দ। তবে সুনীতা প্রতিবারই আদালতে উপস্থিত ছিলেন।

অভিযোগের খবর ছড়িয়ে পড়ার মধ্যেই সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় সাদা পোশাকে, রোদচশমা পরে মুম্বাই বিমানবন্দরে পৌঁছেছেন গোবিন্দ। তাকে ঘিরে ধরেন পাপারাজ্জিরা। অভিনেতাও হেসে হাত নাড়েন। চুমু ছুঁড়ে দেন ভিড় জমানো ভক্তদের উদ্দেশ্যে।

ভক্তদের কেউ ভিডিও করেন, কেউ আবার কাছ থেকে ছবি তোলার সুযোগ পান। এরপর গোবিন্দ চলে যান ভেতরে।

গোবিন্দ ও সুনীতা বিয়ে করেন ১৯৮৭ সালের ১১ মার্চ। যদিও শুরুতে তা চার বছর গোপন রাখা হয় সেই বিয়ের খবর। তাদের সংসারে আছে দুই সন্তান মেয়ে টিনা ও ছেলে যশবর্ধন।

এসি/