নিজস্ব প্রতিবেদক : একটি চক্র দেশের বিভিন্ন জাতীয় দিবস এবং শবেবরাতের রাতে নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করে আসছে। এই চক্রের সদস্যরা অনেক দিন ধরে সরকারের নিষিদ্ধ করা বিস্ফোরক জাতীয় আতশবাজি ও পটকা মজুদ করে আসছে। এমন তথ্য জানিয়েছে র্যাব।
তাই পবিত্র শবে বরাতে আতশবাজি ও পটকা সব ধরনের বিস্ফোরক নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল বুধবার ডিএমপির কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আগামীকাল ১৮ মার্চ (শুক্রবার) (১৪ শাবান ১৪৪৩ হিজরি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬) এর ২৮ ধারার ক্ষমতাবলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম আগামী ১৮ মার্চ সন্ধ্যা ৬টা থেকে ১৯ মার্চ ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছেন।
ঢাকায় নাশকতার চেষ্টা করছে একটি চক্র: একটি চক্র দেশের বিভিন্ন জাতীয় দিবস এবং শবেবরাতের রাতে নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করে আসছে। এই চক্রের সদস্যরা অনেক দিন ধরে সরকারের নিষিদ্ধ করা বিস্ফোরক জাতীয় আতশবাজি ও পটকা মজুদ করে আসছে। এমন তথ্য জানিয়েছে র্যাব। সংস্থাটি বলছে, এই চক্রের সদস্যরা পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ পথে নিষিদ্ধ বিস্ফোরক জাতীয় আতশবাজি ও পটকা সংগ্রহ করে। পরে তা আশুলিয়া, সাভার, মিরপুর ও রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করার জন্য মজুদ করা হয়। এমন অভিযোগে ঢাকার আশুলিয়া এলাকা থেকে দুইজনকে আটক করেছে র্যাব-৪। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আতশবাজি ও পটকা জব্দ করা হয়।
বুধবার দুপুরে র্যাব-৪ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটকরা হলেন-মো. কবির হোসেন এবং মো তানভীর হোসেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব জানতে পারে, দেশে নাশকতা সৃষ্টি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিঘœ ঘটাতে এবং পবিত্র শবেবরাত উপলক্ষে গোপন দুরভিসন্ধিতে কিছু ব্যক্তি আশুলিয়া থানার হলি ক্রিসেন্ট এলাকার একটি দোকানে বিপুল পরিমাণ অবৈধ আতশবাজি ও পটকা মজুদ করেছে। গত মঙ্গলবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৭টা পর্যন্ত র্যাব-৪ এর একটি দল ওই দোকান এবং পরে কবিরের বাড়িতে সাড়াশি অভিযান চালায়। অভিযানে ৩০ লাখ টাকা মূল্যের ৩২ ধরনের আতশবাজি ও পটকা এবং ৬০ হাজার টাকাসহ মো. কবির হোসেন ও মো তানভীর হোসেন নামে দুই জনকে আটক করা হয়। আটক কবির হোসেনের বাড়ি বরিশাল ও তানভীর হোসেনের বাড়ি হবিগঞ্জ জেলায়।
পবিত্র শবে বরাতে ঢাকায় নাশকতার চেষ্টা করছে একটি চক্র, আতশবাজি নিষিদ্ধ
জনপ্রিয় সংবাদ