প্রত্যাশা ডেস্ক : মুসলিমদের পবিত্র রমজান মাস শুরু উপলক্ষে শুক্রবার বাইডেন দম্পতির পক্ষে শুভেচ্ছা জানিয়ে একটি যৌথ বিবৃতি জারি করেছে হোয়াইট হাউস।
শুভেচ্ছা পত্রে বলা হয়, জিল এবং আমি রমজান মাসের সূচনা উপলক্ষে যুক্তরাষ্ট্রে এবং সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতি আমাদের শুভেচ্ছা জানাই। দেশ জুড়ে আমাদের স্বদেশীসহ বিশ্বের অনেক লোকের জন্য এই পবিত্র মাসটি প্রতিফলন এবং আধ্যাত্মিক বৃদ্ধির একটি সময়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জোর দিয়ে বলেছিলেন, সবাই যেন রমজানের সময় সারাদেশের মুসলিম সম্প্রদায়গুলির মধ্যে যাদের প্রয়োজন তাদের প্রতি সহানুভূতি এবং উদারতা দেখাতে, দুঃখ আনন্দ ভাগ করে নিতে এবং প্রিয়জনের সাথে জীবনের অনেক আশীর্বাদ উদযাপন করতে একত্রিত হয়। বাইডেন আরো বলেন, যেহেতু আমরা মহামারী থেকে পুনরুদ্ধার অব্যাহত রাখছি তাই অবশ্যই বিশ্বজুড়ে যারা ভুক্তভোগী এবং দুর্বল, যারা নিপীড়ন বা বঞ্চনার মুখোমুখি হচ্ছে তাদের সমর্থন করার জন্য আমাদের সর্বোত্তম প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। যেমন পবিত্র কুরআন শিক্ষা দেয়, ‘যে ব্যক্তি এক কণা ধূলিকণার পরিমাণও ভাল কাজ করে সে তার ফল দেখতে পাবে।’
হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, প্রতিদিন আমরা হারানো প্রাণের হৃদয়বিদারক প্রতিবেদন এবং বেঁচে থাকার জন্য সংগ্রামরত পরিবার ও শিশুদের ছবি দেখতে পাই। এই ট্র্যাজেডিগুলো আমাদেরকে মানবতা এবং ইসলাম সহ সকল মহান ধর্মের সাধারণ শিক্ষার কথা মনে করিয়ে দেয় যে আমাদের সবসময় অন্যদের সাথে এমন আচরণ করা উচিত যেভাবে আমরা ব্যবহার করতে চাই। এই পবিত্র মাসে যখন মুসলমানরা সর্বত্র ঈশ্বরের মহান রহমতকে সম্মান করে তখন আসুন আমরা একে অপরের প্রতি দয়া, করুণা এবং বোঝাপড়া দেখানোর প্রতিশ্রুতিতে ফিরে আসি। আসুন আমরা এই সরল অথচ গভীর সত্যকে সম্মান করি যে, সকল মানুষ মর্যাদা ও অধিকারে সমান। মার্কিন যুক্তরাষ্ট্র চীনের উইঘুর মুসলিম, বার্মার মুসলিম রোহিঙ্গা এবং বিশ্বের অন্যান্য মুসলিম সম্প্রদায় সহ বিশ্বজুড়ে মানবাধিকারের পক্ষে দাঁড়ানো অব্যাহত রাখবে বলেও বিবৃতিতে উল্লেখ করেছে।
পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন বাইডেন দম্পতি
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ