ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

পবিত্র মদিনায় সোনা ও আকরিকের খনি

  • আপডেট সময় : ০১:৪৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
  • ১২৬ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : সৌদি আরবের সরকার ঘোষণা দিয়েছে, পবিত্র মদিনা অঞ্চলে সোনা ও তামার আকরিকের নতুন খনি আবিষ্কার করেছে তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।
গত বৃহস্পতিবার সৌদি ভূতাত্ত্বিক জরিপ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, মদিনা শহরের আবা আল-রাহা অঞ্চলের উম আল-বারাক হেজাজে মিলেছে সোনার খনির সন্ধান। একইসঙ্গে ওয়াদি আল-ফারা অঞ্চলের আল-মাদিক এলাকায়ও সন্ধান পাওয়া গেছে আরও চারটি তামার খনি। আবিষ্কার হওয়া সোনা ও তামার আকরিক স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে। সেই সঙ্গে সৌদির জাতীয় অর্থনীতির উন্নয়নে অবদান রাখবে বলে ধারণা করা হচ্ছে। বিনিয়োগের পরিমাণ ৫৩ কোটি মার্কিন ডলার ছাড়াতে পারে, ফলে প্রায় ৪ হাজার কর্মসংস্থান সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
গেল মাসে শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক ঘোষণায় জানায়, উম্মাল-দামার খনির লাইসেন্সের জন্য ১৩ জন দরদাতাকে প্রাথমিক অনুমোদন দেয় সরকার। উম্মাল-দামা ৪০ বর্গকিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে অবস্থিত। যেখানে বিপুল পরিমাণে তামা, দস্তা, সোনা ও রুপা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরের মে মাসে সৌদি আরবের শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয় খনি খাতে ৩ হাজার ২০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনার রূপরেখা দেয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

পবিত্র মদিনায় সোনা ও আকরিকের খনি

আপডেট সময় : ০১:৪৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২

প্রত্যাশা ডেস্ক : সৌদি আরবের সরকার ঘোষণা দিয়েছে, পবিত্র মদিনা অঞ্চলে সোনা ও তামার আকরিকের নতুন খনি আবিষ্কার করেছে তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।
গত বৃহস্পতিবার সৌদি ভূতাত্ত্বিক জরিপ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, মদিনা শহরের আবা আল-রাহা অঞ্চলের উম আল-বারাক হেজাজে মিলেছে সোনার খনির সন্ধান। একইসঙ্গে ওয়াদি আল-ফারা অঞ্চলের আল-মাদিক এলাকায়ও সন্ধান পাওয়া গেছে আরও চারটি তামার খনি। আবিষ্কার হওয়া সোনা ও তামার আকরিক স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে। সেই সঙ্গে সৌদির জাতীয় অর্থনীতির উন্নয়নে অবদান রাখবে বলে ধারণা করা হচ্ছে। বিনিয়োগের পরিমাণ ৫৩ কোটি মার্কিন ডলার ছাড়াতে পারে, ফলে প্রায় ৪ হাজার কর্মসংস্থান সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
গেল মাসে শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক ঘোষণায় জানায়, উম্মাল-দামার খনির লাইসেন্সের জন্য ১৩ জন দরদাতাকে প্রাথমিক অনুমোদন দেয় সরকার। উম্মাল-দামা ৪০ বর্গকিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে অবস্থিত। যেখানে বিপুল পরিমাণে তামা, দস্তা, সোনা ও রুপা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরের মে মাসে সৌদি আরবের শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয় খনি খাতে ৩ হাজার ২০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনার রূপরেখা দেয়।