বিনোদন ডেস্ক: ‘আই অ্যাম পপাই দ্য সেইলর ম্যান’- কারো সঙ্গে মারপিটের আগে এই সংলাপ বলে তেড়েফুঁড়ে ওঠা পপাই নামের নাবিক সবার চেনা। গায়েগতরে রোটাপটকা হলে কি হবে, একবার স্পিনাচ খেয়ে নিলেই গোটা দশেক গুÐাকে সে এক হাতে কাবু করতে পারে। সেই পপাই ফের আসছে সিনেমার পর্দায়। ভ্যারাইটি লিখেছে, হলিউডে চেরনিন এন্টারটেইনমেন্ট ও কিং ফিচারস পপাইকে নিয়ে একটি ‘লাইভ অ্যাকশন ফিল্ম’ বানাতে চলেছে। সিনেমার চিত্রনাট্য লিখতে বসেছেন মাইকেল ক্যালিও। এই চিত্রনাট্যকার ‘সেক্সি বিস্ট’, ‘দ্য ফ্যামিলি’, ‘দ্য সোপরানোস’ সিনেমার চিত্রনাট্য লিখে পরিচিতি পেয়েছিলেন। পপাইকে নিয়ে রবার্ট অলটম্যান ১৯৮০ সালে প্রথম সিনেমা বানান। ওই সিনেমায় রবিন উইলিয়ামস পপাই চরিত্রে অভিনয় করেছিলেন। তার সঙ্গে ছিলেন অভিনেত্রী শেলি ডুভাল। ২০ মিলিয়ন ডলার বাজেটের ‘পপাই’ সিনেমা দারুণ জনপ্রিয় হয়েছিল। বিশ্বজুড়ে ৬০ মিলিয়ন ডলার ব্যবসাও করেছিল। আইকনিক কার্টুন চরিত্র ‘পপাই’ এর আবির্ভাব ঘটে ১৯২৯ সালে। পপাইয়ের আবির্ভাবের ৯৫তম বার্ষিকীতে এসে জনপ্রিয় চরিত্রটি নিয়ে নতুন সিনেমা বানানোর খবর এল।
জনপ্রিয় সংবাদ

























