ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

পদ্মা সেতু হয়ে ২৩ রুটে যাবে বিআরটিসির বাস

  • আপডেট সময় : ০১:৫৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু চালুর পরদিন থেকেই দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে নতুন-পুরনো ২৩ রুটে বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন-বিআরটিসি।
শুরুতে এসব রুটে ৬৫টি এসি (শীতাতপ নিয়ন্ত্রিত) বাস দেওয়া হবে, পরে চাহিদা অনুযায়ী নন-এসি বাসও বিআরটিসি নামাবে। বর্তমানে ঢাকা থেকে ফেরি পারাপারের মাধ্যমে খুলনা এবং যশোর রুটে বিআরটিসির ১৮টি এসি বাস চলছে। এখন ঢাকা থেকে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, পিরোজপুর, কুয়াটাকাসহ ২১ জেলায় বাস চালু করা হবে। বিআরটিসি চাইছে, সেতু চালুর পর আগামী এক মাস বিভিন্ন রাস্তার পরিস্থিতি এবং যাত্রীদের মতামত বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী রুটগুলো সাজানো হবে।
করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, নতুন রুট চূড়ান্ত করতে কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক সেরে নিয়েছেন।
গত সোমবারের ওই বৈঠকে পুরনো দুই রুটের পাশাপাশি প্রাথমিকভাবে নির্ধারিত মোট ২৩টি রুটে পদ্মা সেতু উদ্বোধনের পরদিন ২৬ জুন থেকেই বাস নামানোর সিদ্ধান্ত হয়েছে। তাজুল ইসলাম বলেন, “আপাতত সবগুলো বাস শীতাতপ নিয়ন্ত্রিত। এসব বাসে বিআরটিএ নির্ধারিত ভাড়া আদায় করা হবে। ২৬ তারিখ চলাচল শুরুর পর যাত্রীদের চাহিদা অনুযায়ী রুটগুলো পুনর্বিন্যাস করা হতে পারে।”
বিআরটিসির জেনারেল ম্যানেজার মোক্তারুজ্জামান জানান, ২৩টি রুটে ঢাকার বিভিন্ন ডিপো থেকে বাসগুলো পরিচালনা করা হবে। আর এসব রুটে ২০১৯ সালে ভারত থেকে আনা আশোক লেল্যান্ড বাসগুলো চলাচল করবে। দক্ষিণের সব জেলায় পরিবহন সেবা দেওয়ার পরিকল্পনা আছে জানিয়ে তিনি বলেন, “আমরা বাস পরিচালনা শুরু করলে যাত্রীদের কেমন ডিমান্ড আছে তার একটা ফিডব্যাক পাব। যাত্রীদের চাহিদা থাকলে ওই রুটে নন এসি বাসও চালানোর চিন্তা আছে।”
যেসব রুটে চলবে বিআরটিসির বাস: ঢাকা (গুলিস্তান) থেকে গোপালগঞ্জ, ফকিরহাট হয়ে খুলনা
ঢাকা (গুলিস্তান) থেকে ভাঙ্গা, গোলাপগঞ্জ, খুলনা, যশোর হয়ে বেনাপোল
ঢাকা (গুলিস্তান) ভাঙ্গা, গোপালগঞ্জ, খুলনা হয়ে সাতক্ষীরা
ঢাকা (গুলিস্তান) থেকে টেকেরহাট, মোস্তফাপুর, গৌরনদী হয়ে বরিশাল
ঢাকা (গুলিস্তান) থেকে জাজিরা ভাঙ্গা হয়ে শরীয়তপুর
ঢাকা (গুলিস্তান) থেকে ভাঙ্গা, ভাটিয়াপাড়া, নড়াইল হয়ে যশোর
ঢাকা (মিরপুর-১২) থেকে ফুলবাড়িয়া, সায়েদাবাদ, ভাঙ্গা, টেকেরহাট, মোস্তফাপুর হয়ে গৌরনদী
ঢাকা (আবদুল্লাহপুর) থেকে শিবচর, টেকেরহাট, মোস্তফাপুর হয়ে মাদারীপুর
ঢাকা (আবদুল্লাহপুর) থেকে ভাঙ্গা, মোস্তফাপুর, গৌরনদী, আগৈলঝরা হয়ে পয়সারহাট
নরসিংদী থেকে গুলিস্তান, মাওয়া, শিবচর, মাদারীপুর হয়ে চরমুগুরিয়া
নরসিংদী থেকে গুলিস্তান, মাওয়া, মুকসুদপুর হয়ে কাশিয়ানি
ঢাকা থেকে জাজিরা হয়ে শরীয়তপুর
ঢাকা থেকে ভাঙ্গা, বরিশাল, পটুয়াখালী হয়ে কুয়াকাটা
ঢাকা থেকে ভাঙ্গা, গোপালগঞ্জ, কাটাখালি, ফকিরহাট হয়ে খুলনা
ঢাকা থেকে ভাঙ্গা, ভাটিয়াপাড়া, কালনাঘাট, লোহাগড়া, নড়াইল হয়ে যশোর
ঢাকা ভাঙ্গা, মুকসুদপুর, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, নাজিরপুর হয়ে পিরোজপুর
ঢাকা (গুলিস্তান) থেকে শরীয়তপুর, ডামুড্যা বাইপাস হয়ে গোসাইরহাট
ঢাকা (গুলিস্তান) থেকে শরীয়তপুর, প্রেমতলী হয়ে মোল্লারহাট
ঢাকা (গুলিস্তান) থেকে যাত্রাবাড়ী, ভাঙ্গা হয়ে বরিশাল
কুয়াকাটা থেকে পটুয়াখালী, বরিশাল, ভাঙ্গা হয়ে যাত্রাবাড়ী
বাউফল থেকে বরিশাল, ভাঙ্গা হয়ে যাত্রাবাড়ী
ভান্ডারিয়া থেকে বরিশাল ভাঙ্গা হয়ে যাত্রাবাড়ী
ঢাকা থেকে ভাঙ্গা, বরিশাল, পটুয়াখালী হয়ে কুয়াকাটা
মোক্তারুজ্জামান জানান, সেতু চালু হলে কোন রুটে কতটি গাড়ি দরকার, সে বিষয়ে ধারণা পেতে অন্তত এক মাস পর্যবেক্ষণ করতে হবে। পরে সে অনুযায়ী পরিকল্পনা সাজানো হবে।
যে গণপরিবহনগুলোকে পদ্মা সেতুতে উঠতে দেওয়া হবে না : ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, রুট পারমিট বিহীন গণপরিবহনকে পদ্মা সেতুতে উঠতে দেওয়া হবে না।
গতকাল মঙ্গলবার বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৩তম সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। মেয়র আতিক বলেন, ‘রুট পারমিট বিহীন গাড়ি পদ্মা সেতুতে গেলে গোটা ঢাকায় যানজট লেগে যাবে। যাদের রুট পারমিট যেদিকের আছে তারা সেদিক দিয়েই যাবে।’
শহরে গণপরিবহনের চাপ কমাতে ঢাকা দক্ষিণের আওতায় ভুলতা, কেরানীগঞ্জ, কাচপুরে এবং ঢাকা উত্তরের আওতায় গ্রাম ভাটুলিয়া, হেমায়েতপুর ও ঘাটারচরে আলাদা বাস টার্মিনাল ও ডিপো হচ্ছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় টার্মিনাল নির্মাণে জমি অধিগ্রহণ বা যা-ই লাগুক সেটা দক্ষিণ সিটিই করবে। তারা ডিপিপি তৈরি করবে এবং মন্ত্রণালয়ে জমা দেবে। কাচপুরে টার্মিনাল নির্মাণে জমি অধিগ্রহণের জন্য দক্ষিণ সিটি করপোরেশন সড়ক ও জনপথ মন্ত্রণালয়কে চিঠি দেবে। অপরদিকে, আমাদের উত্তর সিটির আওতায় টার্মিনাল নির্মাণে আমরাই ডিপিপি বানাবো।’ এ সময় মেয়র আতিক আরও জানিয়েছেন, ঢাকায় যেসব বাস রাস্তার ওপর দাঁড় করিয়ে রাখে, বিশেষ করে মিরপুর, গাবতলী ও মহাখালী বাসস্ট্যান্ডের পাশে, সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইইউ ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

পদ্মা সেতু হয়ে ২৩ রুটে যাবে বিআরটিসির বাস

আপডেট সময় : ০১:৫৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু চালুর পরদিন থেকেই দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে নতুন-পুরনো ২৩ রুটে বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন-বিআরটিসি।
শুরুতে এসব রুটে ৬৫টি এসি (শীতাতপ নিয়ন্ত্রিত) বাস দেওয়া হবে, পরে চাহিদা অনুযায়ী নন-এসি বাসও বিআরটিসি নামাবে। বর্তমানে ঢাকা থেকে ফেরি পারাপারের মাধ্যমে খুলনা এবং যশোর রুটে বিআরটিসির ১৮টি এসি বাস চলছে। এখন ঢাকা থেকে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, পিরোজপুর, কুয়াটাকাসহ ২১ জেলায় বাস চালু করা হবে। বিআরটিসি চাইছে, সেতু চালুর পর আগামী এক মাস বিভিন্ন রাস্তার পরিস্থিতি এবং যাত্রীদের মতামত বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী রুটগুলো সাজানো হবে।
করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, নতুন রুট চূড়ান্ত করতে কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক সেরে নিয়েছেন।
গত সোমবারের ওই বৈঠকে পুরনো দুই রুটের পাশাপাশি প্রাথমিকভাবে নির্ধারিত মোট ২৩টি রুটে পদ্মা সেতু উদ্বোধনের পরদিন ২৬ জুন থেকেই বাস নামানোর সিদ্ধান্ত হয়েছে। তাজুল ইসলাম বলেন, “আপাতত সবগুলো বাস শীতাতপ নিয়ন্ত্রিত। এসব বাসে বিআরটিএ নির্ধারিত ভাড়া আদায় করা হবে। ২৬ তারিখ চলাচল শুরুর পর যাত্রীদের চাহিদা অনুযায়ী রুটগুলো পুনর্বিন্যাস করা হতে পারে।”
বিআরটিসির জেনারেল ম্যানেজার মোক্তারুজ্জামান জানান, ২৩টি রুটে ঢাকার বিভিন্ন ডিপো থেকে বাসগুলো পরিচালনা করা হবে। আর এসব রুটে ২০১৯ সালে ভারত থেকে আনা আশোক লেল্যান্ড বাসগুলো চলাচল করবে। দক্ষিণের সব জেলায় পরিবহন সেবা দেওয়ার পরিকল্পনা আছে জানিয়ে তিনি বলেন, “আমরা বাস পরিচালনা শুরু করলে যাত্রীদের কেমন ডিমান্ড আছে তার একটা ফিডব্যাক পাব। যাত্রীদের চাহিদা থাকলে ওই রুটে নন এসি বাসও চালানোর চিন্তা আছে।”
যেসব রুটে চলবে বিআরটিসির বাস: ঢাকা (গুলিস্তান) থেকে গোপালগঞ্জ, ফকিরহাট হয়ে খুলনা
ঢাকা (গুলিস্তান) থেকে ভাঙ্গা, গোলাপগঞ্জ, খুলনা, যশোর হয়ে বেনাপোল
ঢাকা (গুলিস্তান) ভাঙ্গা, গোপালগঞ্জ, খুলনা হয়ে সাতক্ষীরা
ঢাকা (গুলিস্তান) থেকে টেকেরহাট, মোস্তফাপুর, গৌরনদী হয়ে বরিশাল
ঢাকা (গুলিস্তান) থেকে জাজিরা ভাঙ্গা হয়ে শরীয়তপুর
ঢাকা (গুলিস্তান) থেকে ভাঙ্গা, ভাটিয়াপাড়া, নড়াইল হয়ে যশোর
ঢাকা (মিরপুর-১২) থেকে ফুলবাড়িয়া, সায়েদাবাদ, ভাঙ্গা, টেকেরহাট, মোস্তফাপুর হয়ে গৌরনদী
ঢাকা (আবদুল্লাহপুর) থেকে শিবচর, টেকেরহাট, মোস্তফাপুর হয়ে মাদারীপুর
ঢাকা (আবদুল্লাহপুর) থেকে ভাঙ্গা, মোস্তফাপুর, গৌরনদী, আগৈলঝরা হয়ে পয়সারহাট
নরসিংদী থেকে গুলিস্তান, মাওয়া, শিবচর, মাদারীপুর হয়ে চরমুগুরিয়া
নরসিংদী থেকে গুলিস্তান, মাওয়া, মুকসুদপুর হয়ে কাশিয়ানি
ঢাকা থেকে জাজিরা হয়ে শরীয়তপুর
ঢাকা থেকে ভাঙ্গা, বরিশাল, পটুয়াখালী হয়ে কুয়াকাটা
ঢাকা থেকে ভাঙ্গা, গোপালগঞ্জ, কাটাখালি, ফকিরহাট হয়ে খুলনা
ঢাকা থেকে ভাঙ্গা, ভাটিয়াপাড়া, কালনাঘাট, লোহাগড়া, নড়াইল হয়ে যশোর
ঢাকা ভাঙ্গা, মুকসুদপুর, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, নাজিরপুর হয়ে পিরোজপুর
ঢাকা (গুলিস্তান) থেকে শরীয়তপুর, ডামুড্যা বাইপাস হয়ে গোসাইরহাট
ঢাকা (গুলিস্তান) থেকে শরীয়তপুর, প্রেমতলী হয়ে মোল্লারহাট
ঢাকা (গুলিস্তান) থেকে যাত্রাবাড়ী, ভাঙ্গা হয়ে বরিশাল
কুয়াকাটা থেকে পটুয়াখালী, বরিশাল, ভাঙ্গা হয়ে যাত্রাবাড়ী
বাউফল থেকে বরিশাল, ভাঙ্গা হয়ে যাত্রাবাড়ী
ভান্ডারিয়া থেকে বরিশাল ভাঙ্গা হয়ে যাত্রাবাড়ী
ঢাকা থেকে ভাঙ্গা, বরিশাল, পটুয়াখালী হয়ে কুয়াকাটা
মোক্তারুজ্জামান জানান, সেতু চালু হলে কোন রুটে কতটি গাড়ি দরকার, সে বিষয়ে ধারণা পেতে অন্তত এক মাস পর্যবেক্ষণ করতে হবে। পরে সে অনুযায়ী পরিকল্পনা সাজানো হবে।
যে গণপরিবহনগুলোকে পদ্মা সেতুতে উঠতে দেওয়া হবে না : ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, রুট পারমিট বিহীন গণপরিবহনকে পদ্মা সেতুতে উঠতে দেওয়া হবে না।
গতকাল মঙ্গলবার বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৩তম সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। মেয়র আতিক বলেন, ‘রুট পারমিট বিহীন গাড়ি পদ্মা সেতুতে গেলে গোটা ঢাকায় যানজট লেগে যাবে। যাদের রুট পারমিট যেদিকের আছে তারা সেদিক দিয়েই যাবে।’
শহরে গণপরিবহনের চাপ কমাতে ঢাকা দক্ষিণের আওতায় ভুলতা, কেরানীগঞ্জ, কাচপুরে এবং ঢাকা উত্তরের আওতায় গ্রাম ভাটুলিয়া, হেমায়েতপুর ও ঘাটারচরে আলাদা বাস টার্মিনাল ও ডিপো হচ্ছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় টার্মিনাল নির্মাণে জমি অধিগ্রহণ বা যা-ই লাগুক সেটা দক্ষিণ সিটিই করবে। তারা ডিপিপি তৈরি করবে এবং মন্ত্রণালয়ে জমা দেবে। কাচপুরে টার্মিনাল নির্মাণে জমি অধিগ্রহণের জন্য দক্ষিণ সিটি করপোরেশন সড়ক ও জনপথ মন্ত্রণালয়কে চিঠি দেবে। অপরদিকে, আমাদের উত্তর সিটির আওতায় টার্মিনাল নির্মাণে আমরাই ডিপিপি বানাবো।’ এ সময় মেয়র আতিক আরও জানিয়েছেন, ঢাকায় যেসব বাস রাস্তার ওপর দাঁড় করিয়ে রাখে, বিশেষ করে মিরপুর, গাবতলী ও মহাখালী বাসস্ট্যান্ডের পাশে, সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।