নিজস্ব প্রতিবেদক : কয়েক সপ্তাহের ব্যবধানে দুটি খুঁটিতে ফেরির ধাক্কা লাগার পর পদ্মা সেতুর নিচ দিয়ে আপাতত ভারী যানবাহন নিয়ে ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সর্বশেষ দুর্ঘটনার একদিন পর গতকাল মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি সাংবাদিকদের বলেন, “তীব্র স্রোতের প্রকোপ না কমা পর্যন্ত পদ্মা সেতুর নিচ দিয়ে ভারী যানবাহন বহনকারী ফেরি চলাচল করতে পারবে না।”
ভারী যানবাহনগুলোকে মাওয়া এড়িয়ে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি ঘাট দিয়ে চলাচল করতে বলা হয়েছে। এছাড়া চাঁদপুর ও শরীয়তপুর ঘাটও ব্যবহার করতে পারবে। দক্ষিণাঞ্চলের খুলনা ও বরিশাল বিভাগের বেশির বাস-ট্রাক মাওয়ার শিমুলিয়া-বাংলাবাজার ফেরিঘাট দিয়েই পারাপার হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তাদের রুট বদলাতে হবে। পদ্মা নদীর উপর দেশের যে দীর্ঘতম সেতুর কাজ চলছে, তা মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরাকে যুক্ত করছে। সেতুর কাজ শেষের দিকে। এখন সেখানে পদ্মা পারে মাওয়ার শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার পর্যন্ত ফেরি ও লঞ্চ চলছে।
গত ২৩ জুলাই বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়ায় আসার পথে একটি ফেরি পদ্মা সেতুর ১৭ নম্বর পিয়ারে আঘাত হানে। গত ২৩ জুলাই পদ্মা সেতুর ১৭ নম্বর পিয়ারে আঘাত করেছিল একটি ফেরি। ফাইল ছবিগত ২৩ জুলাই পদ্মা সেতুর ১৭ নম্বর পিয়ারে আঘাত করেছিল একটি ফেরি। ফাইল ছবি
মাস্টার ও সুকানির অসতর্কতার কারণেই ফেরি শাহজালাল পদ্মা সেতুর পিয়ারে ধাক্কা লাগায় বলে বিআইডব্লিউটিসির তদন্তে উঠে আসে। এরপর সোমবার সন্ধ্যায় বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ ফেরি পদ্মা সেতুর ১০ নম্বর খুঁটিতে আঘাত করে। দুই ঘটনায় দুই মাস্টার ও দুই সুকানিকে সাময়িক বরখাস্ত করেছে বিআইডব্লিউটিসি।
পদ্মা সেতুর নিচ দিয়ে ভারী যান নিয়ে ফেরি চলাচল বন্ধ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ