কামাল চৌধুরী : অসম্ভবের পাশে ফুটে উঠছে আলো
সে আলোতে হাত বাড়িয়ে দিয়েছে দূরের আকাশ
টেউয়ের মাথায় আজ রাতের তারার মাতামাতি
দ্যাখো সূর্যোদয় ও জোৎস্নায় আমরা পার হয়ে যাচ্ছি সেতু
আমাদের এই গল্প শেখ হাসিনার হাতে এখন
ইতিহাস হয়ে গেছে
বহু বছর পরে আরেকটি বিজয় পার হয়ে যাচ্ছে
খরস্রোতা পদ্মা
নৌকা, ভাটিয়ালি, ফেরিঘাট, জাহাজের ভেঁপু ছুঁয়ে ছুঁয়ে স্বপ্নের দিকে হাত বাড়িয়ে দিয়েছে দুই তীরের বন্ধন
ঝাঁকে ঝাঁকে ইলিশের ছুটে চলা—এই রূপালি রূপকে
কুয়াশা, শিশির, ধূলিকণা, বৃষ্টি ও রৌদ্র কিরণে
আমাদের সাহস ও গৌরব পাড়ি দিচ্ছে পদ্মা সেতু ৃ
২.
ছিলাম নদীমাতৃক, আজো নদী আমাদের মা
বৃষ্টি ও জলের শব্দে রচনা করেছি জীবনের সতৃষ্ণ আখ্যান
নদী ভাঙনের দৃশ্যে অমাবস্যা, পূর্ণিমায় পাল তোলা উদাসীন গানে
মাছের কানকোয় ভেসে পার হতে চেয়েছি সুদূর
মাস্তুলের পাশে আজ আমাদের আকাশ দ্যাখো
সেতু ও তীরের বন্ধন উঁচু হতে হতে হয়ে গেছে
মিলিত স্বপ্নের নাম
চারদিকে রোদ উঠছে, সেই রোদ পাড়ি দিচ্ছে পদ্মাপারের
ইতিকথা, মাঝি-মাল্লা, ফেরি ও সময়ের ব্যবধান,
পাড়ি দিচ্ছে মহাদেশ
আমি, তুমি, পদ্মাসেতু আমরা সবাই আজ রোদ।
পদ্মা সেতু
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ