ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

পদ্মায় আবারও বাড়ছে পানি, অর্ধলাখ মানুষ আতঙ্কে

  • আপডেট সময় : ১২:৩০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
  • ১০৬ বার পড়া হয়েছে

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে ফের বাড়তে শুরু করেছে পদ্মার পানি। ফলে নতুন করে বন্যাকবলিতদের মাঝে আতঙ্ক, উদ্বেগ ও উৎকন্ঠা দেখা দিয়েছে। ফলে উপজেলার ৩৭ গ্রামের পানিবন্দি অর্ধলক্ষ মানুষের দুর্ভোগ বেড়েছে। এমনিতেই দীর্ঘদিন ধরে বন্যাকবলিত রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের পানিবন্দি অর্ধলক্ষ মানুষ মাঝে দেখা দিয়েছে পানি বাহিত নানা ধরণের রোগ। বিশুদ্ধ পানি, খাবার ও পশু খাদ্যেরও খাদ্য সংকট রয়েছে। এদিকে পানিবন্দি অর্ধলক্ষ অসহায় মানুষের অনাহারে অর্ধাহারে দিন কাটলেও দুই ইউনিয়নে ১৬০০ প্যাকেট করে মাত্র ৩ হাজার ২০০ পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, গত দু’দিন ধরে বন্যার পানি আবারও বাড়ছে। প্রতিদিনই প্রায় দুই ইঞ্চি করে পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে বন্যাকবলিত মানুষের মাঝে শঙ্কার সৃষ্টি হয়েছে। চিলমারী ইউপি চেয়ারম্যান সৈয়দ আহমেদ জানান, পানি কমতে থাকায় জেগে উঠা চরে মাসকলাইসজহ বিভিন্ন ধরণের ফসল বপনের প্রস্তুতি নিচ্ছিল কৃষকরা। এসময়ে আবারও বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় কৃষকরা চাষাবাদ নিয়ে চরম উদ্বিগ্ন হয়ে পড়েছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পদ্মায় আবারও বাড়ছে পানি, অর্ধলাখ মানুষ আতঙ্কে

আপডেট সময় : ১২:৩০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে ফের বাড়তে শুরু করেছে পদ্মার পানি। ফলে নতুন করে বন্যাকবলিতদের মাঝে আতঙ্ক, উদ্বেগ ও উৎকন্ঠা দেখা দিয়েছে। ফলে উপজেলার ৩৭ গ্রামের পানিবন্দি অর্ধলক্ষ মানুষের দুর্ভোগ বেড়েছে। এমনিতেই দীর্ঘদিন ধরে বন্যাকবলিত রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের পানিবন্দি অর্ধলক্ষ মানুষ মাঝে দেখা দিয়েছে পানি বাহিত নানা ধরণের রোগ। বিশুদ্ধ পানি, খাবার ও পশু খাদ্যেরও খাদ্য সংকট রয়েছে। এদিকে পানিবন্দি অর্ধলক্ষ অসহায় মানুষের অনাহারে অর্ধাহারে দিন কাটলেও দুই ইউনিয়নে ১৬০০ প্যাকেট করে মাত্র ৩ হাজার ২০০ পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, গত দু’দিন ধরে বন্যার পানি আবারও বাড়ছে। প্রতিদিনই প্রায় দুই ইঞ্চি করে পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে বন্যাকবলিত মানুষের মাঝে শঙ্কার সৃষ্টি হয়েছে। চিলমারী ইউপি চেয়ারম্যান সৈয়দ আহমেদ জানান, পানি কমতে থাকায় জেগে উঠা চরে মাসকলাইসজহ বিভিন্ন ধরণের ফসল বপনের প্রস্তুতি নিচ্ছিল কৃষকরা। এসময়ে আবারও বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় কৃষকরা চাষাবাদ নিয়ে চরম উদ্বিগ্ন হয়ে পড়েছে।