ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

পদ্মায় নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

  • আপডেট সময় : ০৮:০২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও নৌ-পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি দল এ অভিযান চালিয়েছেন।

অভিযানে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পদ্মা নদীর বেতকা ও রাখালগাছি এলাকা থেকে ৫০টি চায়না দুয়ারী জাল (২৫০০ মিটার) জব্দ করা হয়। পরে এসব জাল দৌলতদিয়া ১ নম্বর ফেরিঘাটে এনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জাল পোড়ানোর সময় উপজেলা নির্বাহী অফিসার ইউওনও মো. নাহিদুর রহমান উপস্থিত ছিলেন।

নদীতে অভিযান পরিচালনা করেন দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা। এসময় উপ-পরিদর্শক(এসআই) মেহেদী হাসান অপূর্ব সহ পুলিশ ফাঁড়ির অন্যান্য সহদস্যরা উপস্থিত ছিলেন।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, দেশীয় প্রজননের মাছ রক্ষার্থে আমরা পদ্মা নদীর বেতকা থেকে অভিযান চালিয়ে চায়না দুয়ারী জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছি। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। জেলেদের উচিত নিষিদ্ধ জাল যেন ব্যবহার না করে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদুর রহমান বলেন, পদ্মা নদীতে চায়না দুয়ারি জাল ধ্বংসের অভিযানে দৌলতদিয়া নৌ পুলিশের অভিযানে ২৫’শ মিটার অবৈধ জাল জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এই জালটি ব্যবহার করা নিষেধ। তা থেকে ছোট জাতের মাছও বাঁচতে পারে না। দেশীয় মাছ রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এসি/আপ্র/০৫/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পদ্মায় নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

আপডেট সময় : ০৮:০২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও নৌ-পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি দল এ অভিযান চালিয়েছেন।

অভিযানে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পদ্মা নদীর বেতকা ও রাখালগাছি এলাকা থেকে ৫০টি চায়না দুয়ারী জাল (২৫০০ মিটার) জব্দ করা হয়। পরে এসব জাল দৌলতদিয়া ১ নম্বর ফেরিঘাটে এনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জাল পোড়ানোর সময় উপজেলা নির্বাহী অফিসার ইউওনও মো. নাহিদুর রহমান উপস্থিত ছিলেন।

নদীতে অভিযান পরিচালনা করেন দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা। এসময় উপ-পরিদর্শক(এসআই) মেহেদী হাসান অপূর্ব সহ পুলিশ ফাঁড়ির অন্যান্য সহদস্যরা উপস্থিত ছিলেন।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, দেশীয় প্রজননের মাছ রক্ষার্থে আমরা পদ্মা নদীর বেতকা থেকে অভিযান চালিয়ে চায়না দুয়ারী জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছি। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। জেলেদের উচিত নিষিদ্ধ জাল যেন ব্যবহার না করে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদুর রহমান বলেন, পদ্মা নদীতে চায়না দুয়ারি জাল ধ্বংসের অভিযানে দৌলতদিয়া নৌ পুলিশের অভিযানে ২৫’শ মিটার অবৈধ জাল জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এই জালটি ব্যবহার করা নিষেধ। তা থেকে ছোট জাতের মাছও বাঁচতে পারে না। দেশীয় মাছ রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এসি/আপ্র/০৫/০৯/২০২৫