ক্রীড়া ডেস্ক: ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করলেন সেদেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গতকাল দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তার হাতে এই সম্মান তুলে দেন ভারতের রাষ্ট্রপতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
চলতি বছরের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে অশ্বিনের নাম ঘোষণা করা হয়েছিল পদ্মশ্রীর জন্য। দীর্ঘ ক্রিকেট জীবনে দেশের হয়ে অসাধারণ অবদান রাখার জন্যই তাকে দেওয়া হলো ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান। ক্রিকেটকে দেওয়া এক দশকের বেশি সময়, ৭৬৫ উইকেট, ৬টি টেস্ট সেঞ্চুরি
অশ্বিন ভারতীয় জাতীয় দলের জার্সিতে মোট ২৮৭টি ম্যাচ খেলেছেন। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন ফরম্যাট মিলিয়ে নিয়েছেন ৭৬৫টি উইকেট। একই সঙ্গে ব্যাট হাতেও রেখেছেন মূল্যবান অবদান, রয়েছে ছয়টি টেস্ট সেঞ্চুরি। ২০২৪ সালের ডিসেম্বর মাসে মেলবোর্নে ‘বক্সিং ডে টেস্ট’-এর পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। অশ্বিন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে অবসর নেন, আর বিশ্ব ক্রিকেটের ইতিহাসেও তিনি স্থান করে নিয়েছেন সেরা বোলারদের পাশে। তাকে বলা হয় এই প্রজন্মের সেরা স্পিনার এবং ‘মডার্ন গ্রেট’। ২০২০ সালে জহির খান এই সম্মান পেয়েছিলেন।
তারপর এই প্রথম আবার কোনও ভারতীয় ক্রিকেটার পেলেন পদ্মশ্রী। অশ্বিনের আগে গৌতম গম্ভীর, বিরাট কোহলি, যুবরাজ সিং ও মিতালি রাজের মতো তারকারাও পেয়েছেন এই স্বীকৃতি। এই বছর ক্রীড়াক্ষেত্রে যারা সম্মান পেয়েছেন, তাদের মধ্যে অন্যতম হলেন সদ্য অবসরপ্রাপ্ত হকি খেলোয়াড় পি. আর. শ্রীজেশ। দু’বার অলিম্পিক পদকজয়ী এই গোলকিপার পেয়েছেন পদ্মভূষণ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও প্রতিযোগিতামূলক ক্রিকেটে এখনো সক্রিয় অশ্বিন। বর্তমানে তিনি খেলছেন আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে—যে দল থেকেই তার জাতীয় দলের যাত্রা শুরু হয়েছিল ২০১০ সালে। সেই দল থেকেই উঠে এসেছিলেন জাতীয় দলে, আর এরপর প্রায় দেড় দশক ধরে হয়ে ওঠেন ভারতীয় ক্রিকেটের অন্যতম মুখ।


























