ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পদোন্নতিতে কোটা থাকায় মন্ত্রণালয়ের নেতৃত্বে অদক্ষরা, সেবা বঞ্চিত মানুষ

  • আপডেট সময় : ০৮:৩০:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: উপসচিব হিসেবে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা থাকায় ‘অদক্ষ’ ও ‘অনভিজ্ঞরা’ মন্ত্রণালয়ের নেতৃত্ব আসার সুযোগ পাচ্ছেন বলে মন্তব্য করেছেন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক মুহম্মদ মফিজুর রহমান।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক সেমিনারে তিনি বলেন, প্রশাসন ক্যাডার থেকে উপসচিব হওয়ায় বাজেটের প্রথম নয় মাসে কোনো কাজ হয় না। বাকি তিন মাসে তড়িঘড়ি করে টাকা খরচ করা হয়। এতে সেবা পাওয়ার পরিবর্তে ক্ষতির মুখে পড়ছে দেশের মানুষ।

‘জন-আকাঙ্খা পূরণে প্রত্যাশিত সিভিল সার্ভিস’ শিরোনামে এই সেমিনার আয়োজন করে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ, যারা উপসচিব পদে বসার ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কোটা বাতিলের আন্দোলন করে আসছে।

মফিজুর রহমান বলেন, আমাদের ২৫ ক্যাডারের প্রতি বৈষম্যের বিষয় নিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে দেখা করেছি। কোনো কোনো উপদেষ্টার সঙ্গে একাধিকবার দেখা করেছি। তার পরেও যাদের কাছে আমাদের কাজ, সেই জনপ্রশাসন সংস্কার কমিশন আমাদের সঙ্গে দেখা করেনি।

এই সংস্কার কমিশন যখন গঠন হয়, আমরা আপত্তি করেছিলাম। কারণ কমিশন গঠন হয় প্রশাসন ক্যাডারের লোকজন দিয়ে। যে কমিশন নিজেই পক্ষপাতদুষ্ট, সেই কমিশন ভালো কিছু করতে পারবে না, সেটা আমরা আশঙ্কা করেছিলাম।

তারপরেও আমরা সরকারকে বিব্রত করতে চাইনি। আমরা আশা করেছিলাম, এই কমিশনকে সহযোগিতা করে একটি সুন্দর সমাধান হবে।

শিক্ষা ক্যাডারের ২৪তম ব্যাচের এই কর্মকর্তা বলেন, সিভিল সার্ভিসে ২৬টি ক্যাডার রয়েছে। একেকটি ক্যাডার একটি কাজের দক্ষতার ভিত্তিতে কাজ করবে।

কিন্তু আমরা লক্ষ্য করলাম, একটি ক্যাডার সব ক্যাডারের উপরে বসে অদক্ষতার ভিত্তিতে এবং অনভিজ্ঞতার ভিক্তিতে সব সমস্যা সমাধান করছে। ফলে এই রাষ্ট্র কখনও সেবামূলক হতে পারেনি।

মফিজুর রহমান বলেন, এই দেশে এক বছরের জন্য যে বাজেট হয়, সেই বাজেটের প্রথম নয় মাসে শতকরা ৫ ভাগ কাজ হয়। নয় মাস শেষে বলা হয় টাকা খরচ করতে হবে। কারণ ওই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার সংশ্লিষ্ট কাজের কোনো অভিজ্ঞতা নাই। তিনি বার বার ফাইলের ওপরে লিখেন, খতিয়ে দেখুন তলিয়ে দেখুন। খতিয়ে দেখতে দেখতে, তলিয়ে দেখতে দেখতে নয় মাস পার করেন। তারপরে শেষ তিন মাসে বাজেট খরচ করেন।

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক কাজী মাহবুবুর রহমান বলেন, জন-আকাঙ্খা পূরণে প্রত্যাশিত সিভিল সার্ভিস চায় না, এমন কোনো মানুষ বাংলাদেশে নেই। কিন্তু এই প্রত্যাশা ৫৩ বছরে পূরণ হয়নি। প্রত্যেক ক্যাডারের বঞ্চনা আমরা দেখতে পাচ্ছি।

কৃষিবিদ আহমেদ আলী চৌধুরী ইকবাল বলেন, প্রশাসন ক্যাডারে গাড়ি কেনার জন্য সুদমুক্ত ৩০ লাখ টাকা ঋণ দেওয়া হলো, যা অন্য ক্যাডারে নাই। ইচ্ছামত রাতের অন্ধকারে পদোন্নতি দেওয়া হচ্ছে। ২৬ ক্যাডারের পরিবর্তে ছয়টি গুচ্ছ ক্যাডার করা হচ্ছে বলে শুনেছি, সেটাও গভীর ষড়যন্ত্র; ক্ষমতাকে কেন্দ্রীভূত করা।

এসসিভিএ সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মামুন মাহবুব বলেন, ক্যাডার যার, মন্ত্রণালয় তার, এটা যৌক্তিক।

সংস্কার কমিশনের চেয়ারম্যানকে উদ্দেশ করে তিনি বলেন, মুহিত চৌধুরীকে বলতে চাই, আপনি ২৫ ক্যাডারের সঙ্গে না বসে বড় ভুল করেছেন।

 

শনিবার ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সেমিনারকক্ষে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় কথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। ছবি: ইউএনবি
অভিযোগ প্রমাণ হলে টিউলিপকে এমপি পদও ছাড়তে হবে: ফাহমিদা খাতুন
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের (ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার) পদ থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ অবধারিত ছিল বলে মন্তব্য করেছেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি বলেছেন, অভিযোগ প্রমাণিত হলে তাঁকে এমপি (পার্লামেন্ট সদস্য) পদ থেকেও সরে দাঁড়াতে হবে। এমনকি লেবার পার্টির সদস্যপদও হারাতে পারেন।

শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সেমিনারকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ফাহমিদা খাতুন এসব কথা বলেন। ‘প্রবাসী আয় বৃদ্ধিতে করণীয়’ শীর্ষক সেমিনার ও আন্তর্জাতিক অভিবাসী দিবস বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দলের সংবর্ধনা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক বলেন, ‘টিউলিপ আরেকটি দেশের রাজনৈতিক দলের সদস্য। তিনি বাংলাদেশের নাগরিক নন, এমনকি কমন সিটিজেনও নন। তিনি কীভাবে প্রধানমন্ত্রী খালার (শেখ হাসিনা) সঙ্গে রাশিয়া গিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন?’

পারিপার্শ্বিক তথ্যের ভিত্তিতে টিউলিপের পদত্যাগ অবধারিত ছিল বলে মন্তব্য করেন ফাহমিদা খাতুন। তিনি বলেন, টিউলিপের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারিসহ নানা অভিযোগ তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। তিনি পদত্যাগ করতে দেরি করে ফেলেছেন।

প্রবাসীদের সেবায় বিদেশি হাইকমিশন ও ব্যাংকগুলোকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান এই অর্থনীতিবিদ। তিনি বলেন, ‘এয়ারপোর্টের প্রবাসী লাউঞ্জে যে বার্গার দেওয়া হচ্ছে, তা তারা খেতে অভ্যস্ত কি না, সেটা বুঝতে হবে। প্রবাসীরা সোনার হরিণ। তাঁদের সঠিকভাবে লালন-পালন করা প্রয়োজন। তাঁদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে।’

সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক বেলাল হোসেন এবং অধ্যাপক জাহাঙ্গীর আলম, অধ্যাপক কাজী আহসান হাবীব ও বেগম বদরুন্নেসা মহিলা কলেজের অধ্যক্ষ তামান্না বেগম। অনুষ্ঠানটি আয়োজন করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।

সেমিনার শেষে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও রানারআপ বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বিতার্কিকদের নগদ অর্থ পুরস্কারসহ ট্রফি, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।

 

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বায়ুদূষণের কারণে দেশে প্রতি বছর এক লাখেরও বেশি মৃত্যু

পদোন্নতিতে কোটা থাকায় মন্ত্রণালয়ের নেতৃত্বে অদক্ষরা, সেবা বঞ্চিত মানুষ

আপডেট সময় : ০৮:৩০:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক: উপসচিব হিসেবে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা থাকায় ‘অদক্ষ’ ও ‘অনভিজ্ঞরা’ মন্ত্রণালয়ের নেতৃত্ব আসার সুযোগ পাচ্ছেন বলে মন্তব্য করেছেন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক মুহম্মদ মফিজুর রহমান।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক সেমিনারে তিনি বলেন, প্রশাসন ক্যাডার থেকে উপসচিব হওয়ায় বাজেটের প্রথম নয় মাসে কোনো কাজ হয় না। বাকি তিন মাসে তড়িঘড়ি করে টাকা খরচ করা হয়। এতে সেবা পাওয়ার পরিবর্তে ক্ষতির মুখে পড়ছে দেশের মানুষ।

‘জন-আকাঙ্খা পূরণে প্রত্যাশিত সিভিল সার্ভিস’ শিরোনামে এই সেমিনার আয়োজন করে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ, যারা উপসচিব পদে বসার ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কোটা বাতিলের আন্দোলন করে আসছে।

মফিজুর রহমান বলেন, আমাদের ২৫ ক্যাডারের প্রতি বৈষম্যের বিষয় নিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে দেখা করেছি। কোনো কোনো উপদেষ্টার সঙ্গে একাধিকবার দেখা করেছি। তার পরেও যাদের কাছে আমাদের কাজ, সেই জনপ্রশাসন সংস্কার কমিশন আমাদের সঙ্গে দেখা করেনি।

এই সংস্কার কমিশন যখন গঠন হয়, আমরা আপত্তি করেছিলাম। কারণ কমিশন গঠন হয় প্রশাসন ক্যাডারের লোকজন দিয়ে। যে কমিশন নিজেই পক্ষপাতদুষ্ট, সেই কমিশন ভালো কিছু করতে পারবে না, সেটা আমরা আশঙ্কা করেছিলাম।

তারপরেও আমরা সরকারকে বিব্রত করতে চাইনি। আমরা আশা করেছিলাম, এই কমিশনকে সহযোগিতা করে একটি সুন্দর সমাধান হবে।

শিক্ষা ক্যাডারের ২৪তম ব্যাচের এই কর্মকর্তা বলেন, সিভিল সার্ভিসে ২৬টি ক্যাডার রয়েছে। একেকটি ক্যাডার একটি কাজের দক্ষতার ভিত্তিতে কাজ করবে।

কিন্তু আমরা লক্ষ্য করলাম, একটি ক্যাডার সব ক্যাডারের উপরে বসে অদক্ষতার ভিত্তিতে এবং অনভিজ্ঞতার ভিক্তিতে সব সমস্যা সমাধান করছে। ফলে এই রাষ্ট্র কখনও সেবামূলক হতে পারেনি।

মফিজুর রহমান বলেন, এই দেশে এক বছরের জন্য যে বাজেট হয়, সেই বাজেটের প্রথম নয় মাসে শতকরা ৫ ভাগ কাজ হয়। নয় মাস শেষে বলা হয় টাকা খরচ করতে হবে। কারণ ওই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার সংশ্লিষ্ট কাজের কোনো অভিজ্ঞতা নাই। তিনি বার বার ফাইলের ওপরে লিখেন, খতিয়ে দেখুন তলিয়ে দেখুন। খতিয়ে দেখতে দেখতে, তলিয়ে দেখতে দেখতে নয় মাস পার করেন। তারপরে শেষ তিন মাসে বাজেট খরচ করেন।

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক কাজী মাহবুবুর রহমান বলেন, জন-আকাঙ্খা পূরণে প্রত্যাশিত সিভিল সার্ভিস চায় না, এমন কোনো মানুষ বাংলাদেশে নেই। কিন্তু এই প্রত্যাশা ৫৩ বছরে পূরণ হয়নি। প্রত্যেক ক্যাডারের বঞ্চনা আমরা দেখতে পাচ্ছি।

কৃষিবিদ আহমেদ আলী চৌধুরী ইকবাল বলেন, প্রশাসন ক্যাডারে গাড়ি কেনার জন্য সুদমুক্ত ৩০ লাখ টাকা ঋণ দেওয়া হলো, যা অন্য ক্যাডারে নাই। ইচ্ছামত রাতের অন্ধকারে পদোন্নতি দেওয়া হচ্ছে। ২৬ ক্যাডারের পরিবর্তে ছয়টি গুচ্ছ ক্যাডার করা হচ্ছে বলে শুনেছি, সেটাও গভীর ষড়যন্ত্র; ক্ষমতাকে কেন্দ্রীভূত করা।

এসসিভিএ সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মামুন মাহবুব বলেন, ক্যাডার যার, মন্ত্রণালয় তার, এটা যৌক্তিক।

সংস্কার কমিশনের চেয়ারম্যানকে উদ্দেশ করে তিনি বলেন, মুহিত চৌধুরীকে বলতে চাই, আপনি ২৫ ক্যাডারের সঙ্গে না বসে বড় ভুল করেছেন।

 

শনিবার ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সেমিনারকক্ষে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় কথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। ছবি: ইউএনবি
অভিযোগ প্রমাণ হলে টিউলিপকে এমপি পদও ছাড়তে হবে: ফাহমিদা খাতুন
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের (ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার) পদ থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ অবধারিত ছিল বলে মন্তব্য করেছেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি বলেছেন, অভিযোগ প্রমাণিত হলে তাঁকে এমপি (পার্লামেন্ট সদস্য) পদ থেকেও সরে দাঁড়াতে হবে। এমনকি লেবার পার্টির সদস্যপদও হারাতে পারেন।

শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সেমিনারকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ফাহমিদা খাতুন এসব কথা বলেন। ‘প্রবাসী আয় বৃদ্ধিতে করণীয়’ শীর্ষক সেমিনার ও আন্তর্জাতিক অভিবাসী দিবস বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দলের সংবর্ধনা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক বলেন, ‘টিউলিপ আরেকটি দেশের রাজনৈতিক দলের সদস্য। তিনি বাংলাদেশের নাগরিক নন, এমনকি কমন সিটিজেনও নন। তিনি কীভাবে প্রধানমন্ত্রী খালার (শেখ হাসিনা) সঙ্গে রাশিয়া গিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন?’

পারিপার্শ্বিক তথ্যের ভিত্তিতে টিউলিপের পদত্যাগ অবধারিত ছিল বলে মন্তব্য করেন ফাহমিদা খাতুন। তিনি বলেন, টিউলিপের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারিসহ নানা অভিযোগ তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। তিনি পদত্যাগ করতে দেরি করে ফেলেছেন।

প্রবাসীদের সেবায় বিদেশি হাইকমিশন ও ব্যাংকগুলোকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান এই অর্থনীতিবিদ। তিনি বলেন, ‘এয়ারপোর্টের প্রবাসী লাউঞ্জে যে বার্গার দেওয়া হচ্ছে, তা তারা খেতে অভ্যস্ত কি না, সেটা বুঝতে হবে। প্রবাসীরা সোনার হরিণ। তাঁদের সঠিকভাবে লালন-পালন করা প্রয়োজন। তাঁদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে।’

সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক বেলাল হোসেন এবং অধ্যাপক জাহাঙ্গীর আলম, অধ্যাপক কাজী আহসান হাবীব ও বেগম বদরুন্নেসা মহিলা কলেজের অধ্যক্ষ তামান্না বেগম। অনুষ্ঠানটি আয়োজন করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।

সেমিনার শেষে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও রানারআপ বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বিতার্কিকদের নগদ অর্থ পুরস্কারসহ ট্রফি, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।