ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ মে ২০২৫

পদত্যাগ করেছেন এবি ব্যাংকের চেয়ারম্যান

  • আপডেট সময় : ০৬:৫৮:১০ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

অর্থনৈতিক প্রতিবেদক: দেশের বেসরকারি খাতে পরিচালিত এবি ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ মে) পরিচালনা পর্ষদের সভায় তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। ব্যাংকটির একটি সূত্র জানায়, পর্ষদ সভায় পদত্যাগপত্র জমা দেওয়ার পরই বোর্ড তা গ্রহণ করে। বর্তমানে ব্যাংকটির দুজন ভাইস চেয়ারম্যানের (ফিরোজ আহমেদ ও মো. ফজলুর রহমান) যেকোনো একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। যা দু-এক দিনের মধ্যেই নির্ধারণ করা হবে। তবে ব্যারিস্টার খায়রুল আলমের পদত্যাগের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তার সঙ্গে কথা বলাও সম্ভব হয়নি।

পদত্যাগ করা চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম ২০২২ সালের আগস্টে এবি ব্যাংকের দায়িত্বগ্রহণ করেন। তিনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী। অন্যদিকে দেশের পট পরিবর্তনের পর গত ৮ ডিসেম্বর বিদেশে থেকে পদত্যাগ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আফজাল। ২০১৮ সালে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এবি ব্যাংকে যোগ দেন এবং ২০১৯ সালের ৮ জুলাই তিনি ব্যাংকটির এমডি পদে দায়িত্ব পান। বর্তমানে ব্যাংকের অতিরিক্ত এমডি সৈয়দ মিজানুর রহমানকে এমডি পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পদত্যাগ করেছেন এবি ব্যাংকের চেয়ারম্যান

আপডেট সময় : ০৬:৫৮:১০ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

অর্থনৈতিক প্রতিবেদক: দেশের বেসরকারি খাতে পরিচালিত এবি ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ মে) পরিচালনা পর্ষদের সভায় তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। ব্যাংকটির একটি সূত্র জানায়, পর্ষদ সভায় পদত্যাগপত্র জমা দেওয়ার পরই বোর্ড তা গ্রহণ করে। বর্তমানে ব্যাংকটির দুজন ভাইস চেয়ারম্যানের (ফিরোজ আহমেদ ও মো. ফজলুর রহমান) যেকোনো একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। যা দু-এক দিনের মধ্যেই নির্ধারণ করা হবে। তবে ব্যারিস্টার খায়রুল আলমের পদত্যাগের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তার সঙ্গে কথা বলাও সম্ভব হয়নি।

পদত্যাগ করা চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম ২০২২ সালের আগস্টে এবি ব্যাংকের দায়িত্বগ্রহণ করেন। তিনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী। অন্যদিকে দেশের পট পরিবর্তনের পর গত ৮ ডিসেম্বর বিদেশে থেকে পদত্যাগ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আফজাল। ২০১৮ সালে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এবি ব্যাংকে যোগ দেন এবং ২০১৯ সালের ৮ জুলাই তিনি ব্যাংকটির এমডি পদে দায়িত্ব পান। বর্তমানে ব্যাংকের অতিরিক্ত এমডি সৈয়দ মিজানুর রহমানকে এমডি পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।