ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫

পদকের সম্ভাবনা নেই, ক্রীড়াবিদদের লক্ষ্যহীন বার্মিংহাম যাত্রা

  • আপডেট সময় : ১০:১৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পদক মানেই শ্যুটিং। এই গেমস থেকে এ পর্যন্ত পাওয়া ৮ পদকের মধ্যে সবগুলোই এসেছে শ্যুটিং থেকে। এর মধ্যে দুটি করে স্বর্ণ ও ব্রোঞ্জ এবং চারটি রৌপ্য। এবার ২৮ জুলাই ইংল্যান্ডের বার্মিংহামে শুরু হতে যাওয়া কমনওয়েলথ গেমসে নেই শ্যুটিং। যে কারণে এই প্রথম পদক জয়ের আশা বাদ দিয়েই কমনওয়েলথ গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশ। বলতে গেলে এবারের কমনওয়েলথ গেমস ক্রীড়াবিদদের লক্ষ্যহীন যাত্রা। অ্যাথলেটিকস, বক্সিং, জিমন্যাস্টিকস, সাঁতার, ভারোত্তোলন, কুস্তি ও টেবিল টেনিস- এই ৭ ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। ২৯ জন ক্রীড়াবিদ ও ২১ জন অফিসিয়াল নিয়ে ৫০ সদস্যের বাংলাদেশ কন্টিনজেন্টের নেতৃত্ব দেবেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্র আছেন। সেখান থেকে সোমবার ইংল্যান্ড পৌঁছবেন।
অ্যাথলেটিকস ও কুস্তি বাদে বাকি অন্য ডিসিপ্লিনের খেলোয়াড়রা সোমবার রাতে বার্মিংহাম রওনা দেবেন। এর মধ্যে প্রবাসী জিমন্যাস্ট আলী কাদের হক নিউজিল্যান্ড থেকে তার কোচ ডেভিড মাইকেলকে নিয়ে বার্মিংহাম পৌছে গেছেন। সোমবার ঢাকা থেকে যে ১৯ ক্রীড়াবিদ বার্মিংহাম যাচ্ছেন তারা হলেন- বক্সার হোসেন আলী, সুর কৃষ্ণ চাকমা, সেলিম হোসেন, জিমন্যাস্ট শিশির আহমেদ, আবু সাইদ রাফি, সাঁতারু আসিফ রেজা, সুকুমার রাজবংশী, সোনিয়া খাতুন, মাহমুদুন নবী নাহিদ, মরিয়ম আক্তার, ভারোত্তোলক মারজিয়া আক্তার ইকরা, মাবিয়া আক্তার সীমান্ত, মনিরা কাজী, আশিকুর রহমান, টেবিল টেনিস খেলোয়াড় মোহতাসিন আহমেদ হৃদয়, রিফাত মাহমুদ সাব্বির, মুফরাাদুল খায়ের হামজা, রামহীম রিয়ন বুম, সোনাম সুলতানা সোমা ও সাদিয়া রহমান মৌ। দেরিতে খেলা বলে অ্যাথলেটিকস ও কুস্তি দল যাবে পরে। যারা যাচ্ছেন তাদেরই কেউই পদক জয়ের আশার কথা শোনাতে পারছেন না। তবে সবাই নিজের সেরা পারফরম্যান্স করার লক্ষ্য নিয়েই যাচ্ছেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পদকের সম্ভাবনা নেই, ক্রীড়াবিদদের লক্ষ্যহীন বার্মিংহাম যাত্রা

আপডেট সময় : ১০:১৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২

ক্রীড়া প্রতিবেদক : কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পদক মানেই শ্যুটিং। এই গেমস থেকে এ পর্যন্ত পাওয়া ৮ পদকের মধ্যে সবগুলোই এসেছে শ্যুটিং থেকে। এর মধ্যে দুটি করে স্বর্ণ ও ব্রোঞ্জ এবং চারটি রৌপ্য। এবার ২৮ জুলাই ইংল্যান্ডের বার্মিংহামে শুরু হতে যাওয়া কমনওয়েলথ গেমসে নেই শ্যুটিং। যে কারণে এই প্রথম পদক জয়ের আশা বাদ দিয়েই কমনওয়েলথ গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশ। বলতে গেলে এবারের কমনওয়েলথ গেমস ক্রীড়াবিদদের লক্ষ্যহীন যাত্রা। অ্যাথলেটিকস, বক্সিং, জিমন্যাস্টিকস, সাঁতার, ভারোত্তোলন, কুস্তি ও টেবিল টেনিস- এই ৭ ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। ২৯ জন ক্রীড়াবিদ ও ২১ জন অফিসিয়াল নিয়ে ৫০ সদস্যের বাংলাদেশ কন্টিনজেন্টের নেতৃত্ব দেবেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্র আছেন। সেখান থেকে সোমবার ইংল্যান্ড পৌঁছবেন।
অ্যাথলেটিকস ও কুস্তি বাদে বাকি অন্য ডিসিপ্লিনের খেলোয়াড়রা সোমবার রাতে বার্মিংহাম রওনা দেবেন। এর মধ্যে প্রবাসী জিমন্যাস্ট আলী কাদের হক নিউজিল্যান্ড থেকে তার কোচ ডেভিড মাইকেলকে নিয়ে বার্মিংহাম পৌছে গেছেন। সোমবার ঢাকা থেকে যে ১৯ ক্রীড়াবিদ বার্মিংহাম যাচ্ছেন তারা হলেন- বক্সার হোসেন আলী, সুর কৃষ্ণ চাকমা, সেলিম হোসেন, জিমন্যাস্ট শিশির আহমেদ, আবু সাইদ রাফি, সাঁতারু আসিফ রেজা, সুকুমার রাজবংশী, সোনিয়া খাতুন, মাহমুদুন নবী নাহিদ, মরিয়ম আক্তার, ভারোত্তোলক মারজিয়া আক্তার ইকরা, মাবিয়া আক্তার সীমান্ত, মনিরা কাজী, আশিকুর রহমান, টেবিল টেনিস খেলোয়াড় মোহতাসিন আহমেদ হৃদয়, রিফাত মাহমুদ সাব্বির, মুফরাাদুল খায়ের হামজা, রামহীম রিয়ন বুম, সোনাম সুলতানা সোমা ও সাদিয়া রহমান মৌ। দেরিতে খেলা বলে অ্যাথলেটিকস ও কুস্তি দল যাবে পরে। যারা যাচ্ছেন তাদেরই কেউই পদক জয়ের আশার কথা শোনাতে পারছেন না। তবে সবাই নিজের সেরা পারফরম্যান্স করার লক্ষ্য নিয়েই যাচ্ছেন।