ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

পথশিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করল পুনাক

  • আপডেট সময় : ১০:৪১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
  • ৭২ বার পড়া হয়েছে

নারী ও শিশু প্রতিবেদন : রাজধানীর রমনা পার্কে পথশিশুদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
গত মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে শতাধিক পথশিশুকে নিয়ে কেক কাটেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে চারটি কেক কাটা হয়। পথশিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনের কেক কাটেন পুনাক সভাপতি ও সদস্যরা। এ সময়ে পুনাক সভাপতি জীশান মীর্জা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করুক। তার কারণে বর্তমানে বাংলাদেশের উন্নয়ন সম্ভব হয়েছে। এই মানুষটির ভেতরে আল্লাহ সবধরনের গুণ দিয়েছেন।
জীশাসন মীর্জা বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পুনাকের পক্ষ থেকে শিশুদের নিয়ে জন্মদিন পালন করলাম। আমরা বিশ্বাস করি আজ আমাদের সবার জন্মদিন, আনন্দের দিন। জন্মদিনের আয়োজনে কেক কেটে শিশুদের মাঝে ভাগ করে দেওয়া হয়। এছাড়া প্রত্যেক শিশুকে নানা রকমের ফল, খেজুর ও মিষ্টি খাওয়ানো হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুনাকের বর্তমান কমিটির সদস্যবৃন্দ এবং রমনা জোনের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পথশিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করল পুনাক

আপডেট সময় : ১০:৪১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১

নারী ও শিশু প্রতিবেদন : রাজধানীর রমনা পার্কে পথশিশুদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
গত মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে শতাধিক পথশিশুকে নিয়ে কেক কাটেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে চারটি কেক কাটা হয়। পথশিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনের কেক কাটেন পুনাক সভাপতি ও সদস্যরা। এ সময়ে পুনাক সভাপতি জীশান মীর্জা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করুক। তার কারণে বর্তমানে বাংলাদেশের উন্নয়ন সম্ভব হয়েছে। এই মানুষটির ভেতরে আল্লাহ সবধরনের গুণ দিয়েছেন।
জীশাসন মীর্জা বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পুনাকের পক্ষ থেকে শিশুদের নিয়ে জন্মদিন পালন করলাম। আমরা বিশ্বাস করি আজ আমাদের সবার জন্মদিন, আনন্দের দিন। জন্মদিনের আয়োজনে কেক কেটে শিশুদের মাঝে ভাগ করে দেওয়া হয়। এছাড়া প্রত্যেক শিশুকে নানা রকমের ফল, খেজুর ও মিষ্টি খাওয়ানো হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুনাকের বর্তমান কমিটির সদস্যবৃন্দ এবং রমনা জোনের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।