নিজস্ব প্রতিবেদক : মাস পাঁচেক আগে পথচারীর পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে ফাঁসাতে গিয়ে পল্লবী থানার এএসআই মাহবুবুল আলমসহ যে তিনজন গ্রেপ্তার হয়েছিলেন, তাদের জামিন মঞ্জুর করেছে আদালত।
গতকাল সোমবার তাদের জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম আরাফাতুল রাকিব। জামিন পাওয়া অন্য দুজন হলেন মো. রুবেল ও সোহেল রানা। রাষ্ট্রপক্ষের অন্যতম আইনজীবী আজাদ রহমান বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৮ মার্চ দিন ঠিক করেছেন বিচারক।
মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার এসআই আনোয়ার হোসেন গত ২৬ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন। তাতে বলা হয়েছে, গত বছরের সেপ্টেম্বরে ব্যবসায়ী খলিলুর রহমানকে গ্রেপ্তার করা এএসআই মাহবুব আলম অবৈধভাবে ১০০ পিস ইয়াবা বহন করছিলেন। তার দুই সোর্স মো. রুবেল ও সোহেল রানা তাকে এ ধরনের অপরাধে সহযোগিতা করতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। গত ৬ সেপ্টেম্বর ঢাকার খিলক্ষেত এলাকায় খলিলুর রহমান নামের একজন পথচারীকে ধরে নিয়ে যাচ্ছিলেন সাদা পোশাকে থাকা এএসআই মাহাবুবুলসহ কয়েকজন। ওই ঘটনার একটি ভিডিও পরে প্রচার করে একাত্তর টেলিভিশন। তাতে দেখা যায়, এক সোর্সের কাছ থেকে ইয়াবার পোটলা নিয়ে পথচারী খলিলুরের পকেটে ঢুকিয়ে দিচ্ছেন এএসআই মাহাবুবুল। ভুক্তভোগী পথচারীকে মারধরও করতে দেখা যায় ওই ভিডিওতে। টেলিভিশনে এ নিয়ে প্রতিবেদন প্রচারের পর এএসআই মাহাবুবুলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ক্যান্টনমেন্ট থানার তৎকালীন ওসি কাজী সাহান হক জানিয়েছিলেন, পথচারীর পকেটে ইয়াবা ঢুকিয়ে দেওয়ার অভিযোগে এসআই মাহাবুবুলসহ তার সহযোগীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। ঘটনার পরদিন রাতে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে পাঠিয়ে সাতদিনের রিমান্ড আবেদন করলে বিচারক দুই দিনের হেফাজত মঞ্জুর করেছিলেন।
পথচারীর পকেটে ইয়াবা: সেই এএসআইসহ তিনজনের জামিন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ