লতিফুল ইসলাম : লাল সবুজের পতাকা
শহীদদেরই রক্তে মাখা
সোনার বাংলা এঁকেছি।
বিজয় নিশান উড়িয়ে
পাইনি কিন্তু কুঁড়িয়ে
তাইতো গায়ে মেখেছি।।
মুক্তিযুদ্ধের ইতিহাস
দেবো নাহতে সর্বনাশ
জীবন দিবো তবু।
দেশের যুব তরুনরা
কোনো বাঁধা মানবো না
নত হবো নাতো কভু।।
ধরিত্রি আছে যতদিন
পতাকা রবে ততদিন
মুজিবের এই বাংলাতে।
সমুন্নত রাখবো তাই
চাষি মজুর শ্রমিক ভাই
জড়াবো না সংঘাতে।।