ঢাকা ০৬:০২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

পণ্য ডেলিভারি দিতে এসে বাসায় রেকি, এরপর ডাকাতি

  • আপডেট সময় : ১১:৫৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সিএনজি করে বাসায় পৌঁছে দেওয়ার পর বাসা চেনা কিংবা অনলাইনে অর্ডারকৃত খাবার ডেলিভারি দেওয়ার ছলে বাসার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা-এমনকি রঙ মিস্ত্রির কাজ করে দেওয়ার সময় বাসা রেকি করতো একটি চক্র। পরবর্তীতে সময় সুযোগ বুঝে বাসার লোকজনদের গতিবিধি পর্যবেক্ষণ করে ডাকাতি করতো তারা। এমন একটি ডাকাত চক্রের ৬ সদস্যকে জিজ্ঞাসাবাদের পর চাঞ্চল্যকর তথ্য পায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও গোয়েন্দা বিভাগ।
গতকাল মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার হারুনুর রশীদ সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন,ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনাল টিম বিশেষ অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করে। সোমবার রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- সুজন হাওলাদার, রবিউল আউয়াল রবি, বাবু, রনি , একরাম আলী ও ইব্রাহিম মিঝি। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১টি একনালা বন্দুক, ১টি সিএনজি, ১টি চাপাতি, ২টি লোহার ছোরা, ১টি লোহার রড, ১টি কাটার পাইপ রেঞ্জ ও নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা গোয়েন্দা পুলিশকে জানায়, তারা পেশায় সিএনজি চালক, অনলাইনভিত্তিক ফুড ডেলিভারি ম্যান, রঙ মিস্ত্রি, মুদি দোকানের কর্মচারী। তারা নিজেদের পেশাকে কাজে লাগিয়ে টার্গেটকৃত বাসা রেকি করে ডাকাতি করতো। গ্রেফতারকৃতরা ধামরাই, দক্ষিণ কেরানীগঞ্জ এবং মুন্সীগঞ্জে ডাকাতি করেছে বলে স্বীকার করে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পণ্য ডেলিভারি দিতে এসে বাসায় রেকি, এরপর ডাকাতি

আপডেট সময় : ১১:৫৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক : সিএনজি করে বাসায় পৌঁছে দেওয়ার পর বাসা চেনা কিংবা অনলাইনে অর্ডারকৃত খাবার ডেলিভারি দেওয়ার ছলে বাসার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা-এমনকি রঙ মিস্ত্রির কাজ করে দেওয়ার সময় বাসা রেকি করতো একটি চক্র। পরবর্তীতে সময় সুযোগ বুঝে বাসার লোকজনদের গতিবিধি পর্যবেক্ষণ করে ডাকাতি করতো তারা। এমন একটি ডাকাত চক্রের ৬ সদস্যকে জিজ্ঞাসাবাদের পর চাঞ্চল্যকর তথ্য পায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও গোয়েন্দা বিভাগ।
গতকাল মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার হারুনুর রশীদ সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন,ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনাল টিম বিশেষ অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করে। সোমবার রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- সুজন হাওলাদার, রবিউল আউয়াল রবি, বাবু, রনি , একরাম আলী ও ইব্রাহিম মিঝি। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১টি একনালা বন্দুক, ১টি সিএনজি, ১টি চাপাতি, ২টি লোহার ছোরা, ১টি লোহার রড, ১টি কাটার পাইপ রেঞ্জ ও নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা গোয়েন্দা পুলিশকে জানায়, তারা পেশায় সিএনজি চালক, অনলাইনভিত্তিক ফুড ডেলিভারি ম্যান, রঙ মিস্ত্রি, মুদি দোকানের কর্মচারী। তারা নিজেদের পেশাকে কাজে লাগিয়ে টার্গেটকৃত বাসা রেকি করে ডাকাতি করতো। গ্রেফতারকৃতরা ধামরাই, দক্ষিণ কেরানীগঞ্জ এবং মুন্সীগঞ্জে ডাকাতি করেছে বলে স্বীকার করে।