সিলেট সংবাদদাতা : শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে আনা বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করা হয়েছে। গতকাল শনিবার সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় এসব পণ্য জব্দ করা হয়। বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। অভিযানে সিলেট জেলার সীমান্ত এলাকা থেকে ১২৪টি ভারতীয় শাড়ি, ৩৭৫ কেজি রিকুইটি মান্টোডেক্সট্রিন পাউডার, ২৮৪ প্যাকেট ভিক্স চকলেট, ৭টি কম্বল, ২০ বোতল মদ, ১৯৬০ কেজি রসুন, একটি ডিআই পিকআপ ও অবৈধ পাথর উত্তোলন কাজে ব্যবহৃত ৬টি নৌকাসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ৮৩ লাখ ৫৩ হাজার ৪৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।