ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫

পচা কোম্পানির দাপট চলছেই

  • আপডেট সময় : ০৬:২১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : লোকসানে নিমজ্জিত হয়ে বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে না পারা বেশ কিছু কোম্পানির শেয়ার দাম বেড়েই চলেছে। আগের সপ্তাহের মতো গত সপ্তাহেও দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে পচা বা ‘জেড’ গ্রুপের কিছু প্রতিষ্ঠান।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষে থাকা ১০টি স্থানের মধ্যে ৫টিই দখল করেছে জেড গ্রুপের প্রতিষ্ঠান। বাকি পাঁচটি ‘বি’ গ্রুপের প্রতিষ্ঠান। দাম বাড়ার শীর্ষ দশে ‘এ’ গ্রুপের কোনো প্রতিষ্ঠানের স্থান হয়নি। স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়। নতুন তালিকাভুক্ত কোম্পানি থাকে ‘এন’ গ্রুপে। তালিকাভুক্তির পর একটি আর্থিক বছর পার হলে কোম্পানিগুলো ‘এ’, ‘বি’ এবং ‘জেড’ গ্রুপে বিভক্ত হয়। এরমধ্যে ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া কোম্পানির স্থান হয় ‘এ’ গ্রুপে। ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া কোম্পানি থাকে ‘বি’ গ্রুপে। আর লভ্যাংশ না দিতে পারা কোম্পানির স্থান হয় ‘জেড’ গ্রুপে।

জেড গ্রুপের কোম্পানিকে শেয়ারবাজারের পচা কোম্পানি হিসেবে বিবেচনা করা হয়। জেড গ্রুপের যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ দশে স্থান করে নিয়েছে তার মধ্যে রয়েছে- প্রিমিয়ার লিজিং, ফিনিক্স ফাইন্যান্স, নিউ লাইন ক্লোথিং, প্রাইম ফাইন্যান্স এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এর মধ্যে প্রিমিয়ার লিজিং ২০১৮ সালের পরে, ফিনিক্স ফাইন্যান্স ২০২০ সালের পরে, নিউ লাইন ক্লোথিং ২০২১ সালের পরে, প্রাইম ফাইন্যান্স ২০১৯ সালের পরে এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২০২১ সালের পরে বিনিয়োগকারীদের কোনো ধরনের লভ্যাংশ দেয়নি। টানা পাঁচ বছর বিনিয়োগকারীদের কোনো ধরনের লভ্যাংশ দিতে না পরা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দাম গত সপ্তাহজুড়ে বেড়েছে ৩৪ দশমিক ৪৮ শতাংশ। ফিনিক্স ফাইন্যান্সের শেয়ার দাম বেড়েছে ৩৩ দশমিক ৩৩ শতাংশ। এছাড়া নিউ লাইন

ক্লোথিংয়ের ২৫ দশমিক ৩৩ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ২৩ দশমিক শূন্য ৮ শতাংশ এবং পদ্মা ইসলামী লাইফের ২২ দশমিক ৫২ শতাংশ দাম বেড়েছে। দাম বাড়ার শীর্ষ তালিকায় এই পাঁচ কোম্পানির আধিপত্য থাকলেও গত সপ্তাহে দাম বাড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় দাপট দেখিয়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। পাঁচ কার্যদিবসেই কোম্পানিটির শেয়ার দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে। এত পাঁচদিনেই কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৫৯ দশমিক ১২ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৮ টাকা ১০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ২১ টাকা ৮০ পয়সা, যা আগের সপ্তাহের শেষে ছিল ১৩ টাকা ৭০ পয়সা। এতে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে বেড়েছে ১৫৪ কোটি ৩ লাখ ২২ হাজার টাকা। শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি ২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। তালিকাভুক্তির পর তিন বছরের মাথায় লোকসানে নিমজ্জিত হওয়ায় ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো ধরনের লভ্যাংশ দেয়নি। তার আগে ২০২৩ সালে ৫ শতাংশ নগদ, ২০২২ সালে ১০ শতাংশ নগদ এবং ২০২১ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। ২০২৩-২৪ হিসাব বছরে বড় লোকসান করার পাশাপাশি চলমান হিসাব বছরেও কোম্পানিটি লোকসানের মধ্যে রয়েছে।

চলতি হিসাব বছরের প্রথম ছয় মাসের (২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত) ব্যবসায় কোম্পানিটি শেয়ারপ্রতি ৯৮ পয়সা লোকসান করেছে। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৯ কোটি ১ লাখ ৬৩ হাজার ২১৬টি। এরমধ্যে উদ্যোক্তাদের কাছে ৫৪ দশমিক ১৩ শতাংশ শেয়ার আছে। বাকি শেয়ারের মধ্যে ২৮ দশমিক ৭০ শতাংশই আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৭ দশমিক ১৭ শতাংশ শেয়ার আছে। এছাড়া গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ২৫ দশমিক ৩৩ শতাংশ, কাট্টালী টেক্সটাইলের ২৪ দশমিক ২৪ শতাংশ, বিডি থাই ফুডের ২৩ দশমিক ৩৯ শতাংশ এবং বিবিএস ক্যাবলসের ২০ দশমিক ৫৩ শতাংশ দাম বেড়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দেশ নিয়ে নতুন ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা: ফখরুল

পচা কোম্পানির দাপট চলছেই

আপডেট সময় : ০৬:২১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক : লোকসানে নিমজ্জিত হয়ে বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে না পারা বেশ কিছু কোম্পানির শেয়ার দাম বেড়েই চলেছে। আগের সপ্তাহের মতো গত সপ্তাহেও দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে পচা বা ‘জেড’ গ্রুপের কিছু প্রতিষ্ঠান।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষে থাকা ১০টি স্থানের মধ্যে ৫টিই দখল করেছে জেড গ্রুপের প্রতিষ্ঠান। বাকি পাঁচটি ‘বি’ গ্রুপের প্রতিষ্ঠান। দাম বাড়ার শীর্ষ দশে ‘এ’ গ্রুপের কোনো প্রতিষ্ঠানের স্থান হয়নি। স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়। নতুন তালিকাভুক্ত কোম্পানি থাকে ‘এন’ গ্রুপে। তালিকাভুক্তির পর একটি আর্থিক বছর পার হলে কোম্পানিগুলো ‘এ’, ‘বি’ এবং ‘জেড’ গ্রুপে বিভক্ত হয়। এরমধ্যে ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া কোম্পানির স্থান হয় ‘এ’ গ্রুপে। ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া কোম্পানি থাকে ‘বি’ গ্রুপে। আর লভ্যাংশ না দিতে পারা কোম্পানির স্থান হয় ‘জেড’ গ্রুপে।

জেড গ্রুপের কোম্পানিকে শেয়ারবাজারের পচা কোম্পানি হিসেবে বিবেচনা করা হয়। জেড গ্রুপের যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ দশে স্থান করে নিয়েছে তার মধ্যে রয়েছে- প্রিমিয়ার লিজিং, ফিনিক্স ফাইন্যান্স, নিউ লাইন ক্লোথিং, প্রাইম ফাইন্যান্স এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এর মধ্যে প্রিমিয়ার লিজিং ২০১৮ সালের পরে, ফিনিক্স ফাইন্যান্স ২০২০ সালের পরে, নিউ লাইন ক্লোথিং ২০২১ সালের পরে, প্রাইম ফাইন্যান্স ২০১৯ সালের পরে এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২০২১ সালের পরে বিনিয়োগকারীদের কোনো ধরনের লভ্যাংশ দেয়নি। টানা পাঁচ বছর বিনিয়োগকারীদের কোনো ধরনের লভ্যাংশ দিতে না পরা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দাম গত সপ্তাহজুড়ে বেড়েছে ৩৪ দশমিক ৪৮ শতাংশ। ফিনিক্স ফাইন্যান্সের শেয়ার দাম বেড়েছে ৩৩ দশমিক ৩৩ শতাংশ। এছাড়া নিউ লাইন

ক্লোথিংয়ের ২৫ দশমিক ৩৩ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ২৩ দশমিক শূন্য ৮ শতাংশ এবং পদ্মা ইসলামী লাইফের ২২ দশমিক ৫২ শতাংশ দাম বেড়েছে। দাম বাড়ার শীর্ষ তালিকায় এই পাঁচ কোম্পানির আধিপত্য থাকলেও গত সপ্তাহে দাম বাড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় দাপট দেখিয়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। পাঁচ কার্যদিবসেই কোম্পানিটির শেয়ার দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে। এত পাঁচদিনেই কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৫৯ দশমিক ১২ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৮ টাকা ১০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ২১ টাকা ৮০ পয়সা, যা আগের সপ্তাহের শেষে ছিল ১৩ টাকা ৭০ পয়সা। এতে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে বেড়েছে ১৫৪ কোটি ৩ লাখ ২২ হাজার টাকা। শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি ২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। তালিকাভুক্তির পর তিন বছরের মাথায় লোকসানে নিমজ্জিত হওয়ায় ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো ধরনের লভ্যাংশ দেয়নি। তার আগে ২০২৩ সালে ৫ শতাংশ নগদ, ২০২২ সালে ১০ শতাংশ নগদ এবং ২০২১ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। ২০২৩-২৪ হিসাব বছরে বড় লোকসান করার পাশাপাশি চলমান হিসাব বছরেও কোম্পানিটি লোকসানের মধ্যে রয়েছে।

চলতি হিসাব বছরের প্রথম ছয় মাসের (২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত) ব্যবসায় কোম্পানিটি শেয়ারপ্রতি ৯৮ পয়সা লোকসান করেছে। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৯ কোটি ১ লাখ ৬৩ হাজার ২১৬টি। এরমধ্যে উদ্যোক্তাদের কাছে ৫৪ দশমিক ১৩ শতাংশ শেয়ার আছে। বাকি শেয়ারের মধ্যে ২৮ দশমিক ৭০ শতাংশই আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৭ দশমিক ১৭ শতাংশ শেয়ার আছে। এছাড়া গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ২৫ দশমিক ৩৩ শতাংশ, কাট্টালী টেক্সটাইলের ২৪ দশমিক ২৪ শতাংশ, বিডি থাই ফুডের ২৩ দশমিক ৩৯ শতাংশ এবং বিবিএস ক্যাবলসের ২০ দশমিক ৫৩ শতাংশ দাম বেড়েছে।