ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

নয়াপল্টনে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ: ১৫ নেতা–কর্মী রিমান্ডে

  • আপডেট সময় : ১২:৩৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
  • ৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১৫ নেতা–কর্মীকে দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৫০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পল্টন থানা-পুলিশ। এর মধ্যে ১৫ জনকে ৭ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আজ তাঁদের আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি নিয়ে আদালত তাঁদের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
যে ১৫ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে, তাঁরা হলেন আবু সুফিয়ান, আবু হান্নান তালুকদার, জিহাদুল হক, ঝলক মিয়া, আল ইমরান, শাহাদাত হোসেন, সজিব, হাবিবুর রহমান হাবিব, আতিকুর রহমান, হাসান আলী, মুতাছিম বিল্লাহ, গাজী সুলতান জুয়েল, রেজাউল ইসলাম প্রিন্স, শুক্কুর ও আবুল হোসেন হাওলাদার।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় যুবদলের সভাপতি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিনসহ ৯৭ জনকে আসামি করা হয়। অভিযান চালিয়ে তাঁদের ৫০ জনকে গ্রেপ্তার করে পল্টন থানা-পুলিশ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নয়াপল্টনে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ: ১৫ নেতা–কর্মী রিমান্ডে

আপডেট সময় : ১২:৩৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১৫ নেতা–কর্মীকে দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৫০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পল্টন থানা-পুলিশ। এর মধ্যে ১৫ জনকে ৭ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আজ তাঁদের আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি নিয়ে আদালত তাঁদের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
যে ১৫ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে, তাঁরা হলেন আবু সুফিয়ান, আবু হান্নান তালুকদার, জিহাদুল হক, ঝলক মিয়া, আল ইমরান, শাহাদাত হোসেন, সজিব, হাবিবুর রহমান হাবিব, আতিকুর রহমান, হাসান আলী, মুতাছিম বিল্লাহ, গাজী সুলতান জুয়েল, রেজাউল ইসলাম প্রিন্স, শুক্কুর ও আবুল হোসেন হাওলাদার।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় যুবদলের সভাপতি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিনসহ ৯৭ জনকে আসামি করা হয়। অভিযান চালিয়ে তাঁদের ৫০ জনকে গ্রেপ্তার করে পল্টন থানা-পুলিশ।