ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

ন্যূনতম ১৫ শতাংশ করপোরেট কর আরোপে ১৩৬ দেশের সম্মতি

  • আপডেট সময় : ১১:০০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
  • ১৪৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : বৃহৎ কোম্পানিগুলোর কাছ থেকে ন্যূনতম ১৫ শতাংশ হারে কর আদায় নিশ্চিতে একটি বৈশ্বিক চুক্তিতে সম্মত হয়েছে ১৩৬ দেশ। একই সঙ্গে এই চুক্তির ফলে কর ফাঁকি দেওয়াও কঠিন হবে এসব প্রতিষ্ঠানের জন্য। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) গত শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে। ওইসিডি জানিয়েছে, কেনিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কা চুক্তিতে যোগ দেয়নি। ওইসিডি’র মহাসচিব ম্যাথিয়াস করম্যান এক বিবৃতিতে বলেন, ‘আজকের চুক্তিটির মধ্য দিয়ে আমাদের আন্তর্জাতিক কর ব্যবস্থা ন্যায্যতর হবে এবং আরও ভালোভাবে কাজ করবে।’
‘কার্যকর এবং সুষম বহুপক্ষীয় ব্যবস্থা নিশ্চিতে এই চুক্তি একটি বড় বিজয়’, যোগ করেন ওইসিডি’র মহাসচিব।
ওইসিডি বলছে, ন্যূনতম কর হার নির্ধারণের ফলে চুক্তির অন্তর্ভুক্ত দেশগুলো বার্ষিক প্রায় দেড়শ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ নতুন রাজস্ব অর্জনে সক্ষম হবে এবং বিভিন্ন দেশ বড় বহুজাতিক কোম্পানিগুলোর ১২৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি মুনাফার ওপর কর আরোপ করতে সক্ষম হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ন্যূনতম ১৫ শতাংশ করপোরেট কর আরোপে ১৩৬ দেশের সম্মতি

আপডেট সময় : ১১:০০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : বৃহৎ কোম্পানিগুলোর কাছ থেকে ন্যূনতম ১৫ শতাংশ হারে কর আদায় নিশ্চিতে একটি বৈশ্বিক চুক্তিতে সম্মত হয়েছে ১৩৬ দেশ। একই সঙ্গে এই চুক্তির ফলে কর ফাঁকি দেওয়াও কঠিন হবে এসব প্রতিষ্ঠানের জন্য। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) গত শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে। ওইসিডি জানিয়েছে, কেনিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কা চুক্তিতে যোগ দেয়নি। ওইসিডি’র মহাসচিব ম্যাথিয়াস করম্যান এক বিবৃতিতে বলেন, ‘আজকের চুক্তিটির মধ্য দিয়ে আমাদের আন্তর্জাতিক কর ব্যবস্থা ন্যায্যতর হবে এবং আরও ভালোভাবে কাজ করবে।’
‘কার্যকর এবং সুষম বহুপক্ষীয় ব্যবস্থা নিশ্চিতে এই চুক্তি একটি বড় বিজয়’, যোগ করেন ওইসিডি’র মহাসচিব।
ওইসিডি বলছে, ন্যূনতম কর হার নির্ধারণের ফলে চুক্তির অন্তর্ভুক্ত দেশগুলো বার্ষিক প্রায় দেড়শ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ নতুন রাজস্ব অর্জনে সক্ষম হবে এবং বিভিন্ন দেশ বড় বহুজাতিক কোম্পানিগুলোর ১২৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি মুনাফার ওপর কর আরোপ করতে সক্ষম হবে।