অর্থ-বাণিজ্য ডেস্ক : বেসরকারি খাতের আর্থিক প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস ও ডেভেলপার কোম্পানী দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারসের মধ্যে সম্প্রতি এক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ন্যাশনাল হাউজিং ফাইন্যন্সর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারসের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. আবদুল আউয়াল সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব অপারেশন শীতল চন্দ্র সাহা, প্রিন্সিপাল শাখার প্রধান মাহবুবুর রশীদ আল আমীন এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারসের জেনারেল ম্যানেজার ও প্রধান মার্কেটিং এন্ড ফাইন্যান্স মো. শাহজাহান মিয়া, ডেপুটি জেনারেল ম্যানেজার- মার্কেটিং এ, কে, এম শফিউদ্দিন (শাহীন) সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারসের সম্মানিত ফ্ল্যাট ক্রেতাগণ স্বল্পতম সময়ে সহজ শর্তে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স থেকে হোম লোন সুবিধা পাবেন।