ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫

‘ন্যাশনাল ব্রডকাস্টিং অথরিটি অর্ডিন্যান্স’ বাতিল

  • আপডেট সময় : ০১:১৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
  • ১০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ‘ন্যাশনাল ব্রডকাস্টিং অথরিটি অর্ডিন্যান্স’ বাতিল করেছে মন্ত্রিসভা। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘১৯৮৬ সালে ন্যাশনাল ব্রডকাস্টিং অথরিটি অর্ডিন্যান্স জারি করা হয়। এটা সুপ্রিম কোর্ট বাতিলও করে দিয়েছেন, কিন্তু ২০২১ সালে আবার আইন করা হয়েছিল। কিন্তু সমস্যা হচ্ছে, আইনটার নোটিফিকেশন হয়নি, আইনটিও জারি হয়নি এবং পরবর্তী সময়ে আর উপস্থাপিত হয়নি। এই আইন এতদিন ধরে ঝুলেছিল। যেহেতু সামরিক আইনের সময় করা অধ্যাদেশ আইনে পরিণত করতে হবে, না হয় বাদ দিতে হবে। এখন দেখা যাচ্ছে এটির প্রয়োজন নেই।
বাংলাদেশ টেলিভিশন একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান উল্লেখ করে সচিব বলেন, ‘রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রীর ওপরে অথরিটি আছে, যদি প্রধানমন্ত্রী নির্দেশনা দেন তাহলে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রশাসনিক উন্নয়ন কমিটির সভায় আসবে। সেখান থেকে প্রধানমন্ত্রীই এটি অনুমোদন দেবেন। যদি কোনও অটোনোমাস বডি হয় তাহলে আইনের প্রয়োজন পড়ে। যেহেতু এখন অনেক টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশনকে এখন অটোনোমাস করার প্রয়োজন নেই, সুতরাং এটি বাতিল করা হয়েছে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ন্যাশনাল ব্রডকাস্টিং অথরিটি অর্ডিন্যান্স’ বাতিল

আপডেট সময় : ০১:১৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক : ‘ন্যাশনাল ব্রডকাস্টিং অথরিটি অর্ডিন্যান্স’ বাতিল করেছে মন্ত্রিসভা। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘১৯৮৬ সালে ন্যাশনাল ব্রডকাস্টিং অথরিটি অর্ডিন্যান্স জারি করা হয়। এটা সুপ্রিম কোর্ট বাতিলও করে দিয়েছেন, কিন্তু ২০২১ সালে আবার আইন করা হয়েছিল। কিন্তু সমস্যা হচ্ছে, আইনটার নোটিফিকেশন হয়নি, আইনটিও জারি হয়নি এবং পরবর্তী সময়ে আর উপস্থাপিত হয়নি। এই আইন এতদিন ধরে ঝুলেছিল। যেহেতু সামরিক আইনের সময় করা অধ্যাদেশ আইনে পরিণত করতে হবে, না হয় বাদ দিতে হবে। এখন দেখা যাচ্ছে এটির প্রয়োজন নেই।
বাংলাদেশ টেলিভিশন একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান উল্লেখ করে সচিব বলেন, ‘রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রীর ওপরে অথরিটি আছে, যদি প্রধানমন্ত্রী নির্দেশনা দেন তাহলে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রশাসনিক উন্নয়ন কমিটির সভায় আসবে। সেখান থেকে প্রধানমন্ত্রীই এটি অনুমোদন দেবেন। যদি কোনও অটোনোমাস বডি হয় তাহলে আইনের প্রয়োজন পড়ে। যেহেতু এখন অনেক টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশনকে এখন অটোনোমাস করার প্রয়োজন নেই, সুতরাং এটি বাতিল করা হয়েছে।’