ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

ন্যায়ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা গড়তে ডলারকে বাদ দেয়ার আহ্বান ইরানের

  • আপডেট সময় : ১২:৫৪:১০ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
  • ৯৬ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক: বিশ্ব বাণিজ্য থেকে ডলারকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি বলেন, ন্যায়ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে এটা অত্যন্ত জরুরি।
মঙ্গলবার সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও’র ২৩তম ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে একথা বলেন তিনি। এই শীর্ষ সম্মেলন থেকেই এই সংস্থায় ইরানের পূর্ণ সদস্যপদ আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট আরও বলেছেন, সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে দুই দশকেরও বেশি সময় ধরে ইরানের অব্যাহত সংগ্রামই প্রমাণ করে তেহরান আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাম্রাজ্যবাদ মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর মধ্যে জ্বালানি, প্রযুক্তি, শিল্প, কৃষি ও বাণিজ্য ক্ষেত্রে সহযোগিতা জোরদারের মাধ্যমে এমন একটি ন্যায়ভিত্তিক আঞ্চলিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব যা গোটা বিশ্বের সামনে এক উজ্জ্বল দিগন্ত উন্মোচন করবে। বিশ্ব বাণিজ্যে ডলারের আধিপত্যের নেতিবাচক প্রভাব সম্পর্কে তিনি বলেন, পশ্চিমা আধিপত্যকামী শক্তিগুলো বিভিন্ন দেশের ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে অর্থনৈতিক কল্যাণ ও নিরাপত্তা এবং ন্যায়ভিত্তিক বাণিজ্য-নীতিকে বিপদের মুখে ঠেলে দিয়েছে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ন্যায়ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা গড়তে ডলারকে বাদ দেয়ার আহ্বান ইরানের

আপডেট সময় : ১২:৫৪:১০ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩

বিদেশের খবর ডেস্ক: বিশ্ব বাণিজ্য থেকে ডলারকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি বলেন, ন্যায়ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে এটা অত্যন্ত জরুরি।
মঙ্গলবার সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও’র ২৩তম ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে একথা বলেন তিনি। এই শীর্ষ সম্মেলন থেকেই এই সংস্থায় ইরানের পূর্ণ সদস্যপদ আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট আরও বলেছেন, সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে দুই দশকেরও বেশি সময় ধরে ইরানের অব্যাহত সংগ্রামই প্রমাণ করে তেহরান আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাম্রাজ্যবাদ মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর মধ্যে জ্বালানি, প্রযুক্তি, শিল্প, কৃষি ও বাণিজ্য ক্ষেত্রে সহযোগিতা জোরদারের মাধ্যমে এমন একটি ন্যায়ভিত্তিক আঞ্চলিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব যা গোটা বিশ্বের সামনে এক উজ্জ্বল দিগন্ত উন্মোচন করবে। বিশ্ব বাণিজ্যে ডলারের আধিপত্যের নেতিবাচক প্রভাব সম্পর্কে তিনি বলেন, পশ্চিমা আধিপত্যকামী শক্তিগুলো বিভিন্ন দেশের ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে অর্থনৈতিক কল্যাণ ও নিরাপত্তা এবং ন্যায়ভিত্তিক বাণিজ্য-নীতিকে বিপদের মুখে ঠেলে দিয়েছে।