আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে। ইউক্রেনের পক্ষে রুশ হামলা ঠেকানো প্রায় অসম্ভব। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমেও এ সংকটের সমাধান হচ্ছে না। এরকম পরিস্থিতিতে পশ্চিমা সামরিক জোট-ন্যাটোর সদস্যপদ লাভের চেষ্টা থেকে আপাতত বিরত থাকার ঘোষণা দিতে পারে ইউক্রেন। বিবিসির সঙ্গে এক আলাপে এ পূর্বাভাস দেন ইংল্যান্ডে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত।
২০০৮ সাল থেকে ন্যাটোতে যোগদানের চেষ্টা করছে ইউক্রেন। কিন্তু রাশিয়ার আপত্তির কারণে ন্যাটোতে যোগ দিতে পারছে না তারা। রাশিয়ার অভিযোগ, ইউক্রেন ন্যাটোতে যোগদান করলে ওই অঞ্চলে ন্যাটোর আধিপত্য বৃদ্ধি পাবে। যা তাদের আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি। গত এক মাস যাবত এ ইস্যুকে কেন্দ্র করে উভয় দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি, ইউক্রেনের সীমান্তে রাশিয়া এক লাখের বেশি সেনা মোতায়েন করেছে। প্রতিবেশী বেলারুশের সঙ্গে দশ দিনের সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। ফলে, সামগ্রিক পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। বিশ্লেষকদের ধারণা, রাশিয়া হামলা চালালে চার দিনের বেশি প্রতিরোধ করতে পারবে না ইউক্রেন। আর যুক্তরাষ্ট্র যুদ্ধে সরাসরি অংশগ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত না করায় ইউক্রেন আপোষের চেষ্টা করছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাশিয়ার সঙ্গে জরুরি আলোচনার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী মিক্রো কুলেবা জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে আলোচনার সময় মিত্র সদস্য দেশের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। যদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়, তাহলে তার প্রভাব পুরো ইউরোপ মহাদেশে ছড়িয়ে যাবে। ফলে, অর্থনৈতিক বিপর্যয়, শরণার্থী সংকটসহ বড় ধরনের সংকটের মুখোমুখি হবে মহাদেশের সব দেশ।
ন্যাটোতে যোগদানে বিরত থাকবে ইউক্রেন!
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ