খুলনা সংবাদদাতা : আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য নৌকাবাইচ ১ জানুয়ারি (শনিবার) খুলনার রূপসা নদীতে অনুষ্ঠিত হবে। ১৪তম এ নৌকাবাইচে অন্তত অর্ধশত নৌকা অংশ নেবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন আয়োজকরা। সংবাদ সম্মেলনে বলা হয়েছে, আয়োজক নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সঙ্গে আকিজ বেকার্স লিমিটেডের বিস্কিট ব্র্যান্ড ‘ফানটাস্টিক বিস্কিট’ এর পৃষ্ঠপোষক। রূপসা নদীর কাস্টম ঘাট থেকে পীর খানজাহান আলী (র.) সেতু পর্যন্ত বাইচ অনুষ্ঠিত হবে। খুলনার কয়রা, নড়াইল ও গোপালগঞ্জের ১৪টি দল অংশ নেবে। প্রতিযোগিতার প্রথম পুরস্কার ১ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৬০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ৩০ হাজার টাকা।