ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

নোয়াখালী পৌর নির্বাচনে ৩ গুণ বেশি ভোটে নৌকার জয়

  • আপডেট সময় : ০৩:১৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি : দ্বিতীয়বারের মতো নোয়াখালী পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত শহীদ উল্লাহ খান সোহেল। নৌকার প্রতীকে তিনি পেয়েছেন ২৬ হাজার ৪০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কম্পিউটার প্রতীকের শহিদুল ইসলাম পেয়েছেন আট হাজার ৬২৮ ভোট।
গতকাল রোববার রাতে পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার পদে দায়িত্বপ্রাপ্ত জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম বেসরকারি এ ফল ঘোষণা করেন। নোয়াখালী পৌরসভায় মোট সাত জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- নৌকা প্রতীকের প্রার্থী শহীদ উল্লাহ খান সোহেল, স্বতন্ত্র লুতফুর রহমান লেলিন (মোবাইল, ২২৪৪ ভোট), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. শহীদুল ইসলাম (হাতপাখা, ৯৫০ ভোট), স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে অব্যাহতি পাওয়া মো. শহিদুল ইসলাম (কম্পিউটার, ৮৬২৮ ভোট), স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে অব্যাহতি পাওয়া আবু নাছের (নারিকেল গাছ, ১১১৭ ভোট), জাতীয় পার্টির মো. সামছুল ইসলাম মজনু (লাঙল, ১৭৯ ভোট) ও স্বতন্ত্র প্রার্থী মো. কাজী আনোয়ার হোসেন (জগ, ২২৭ ভোট)।
উল্লেখ্য, নোয়াখালী পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৪ কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হয়েছে। ৯ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৬৩ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় মোট ভোটার ৭৫ হাজার ৭২৬ জন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্রধান উপদেষ্টা হতাশ-ক্ষুব্ধ, ‘পদত্যাগ’ নিয়ে আলোচনা

নোয়াখালী পৌর নির্বাচনে ৩ গুণ বেশি ভোটে নৌকার জয়

আপডেট সময় : ০৩:১৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২

নোয়াখালী প্রতিনিধি : দ্বিতীয়বারের মতো নোয়াখালী পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত শহীদ উল্লাহ খান সোহেল। নৌকার প্রতীকে তিনি পেয়েছেন ২৬ হাজার ৪০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কম্পিউটার প্রতীকের শহিদুল ইসলাম পেয়েছেন আট হাজার ৬২৮ ভোট।
গতকাল রোববার রাতে পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার পদে দায়িত্বপ্রাপ্ত জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম বেসরকারি এ ফল ঘোষণা করেন। নোয়াখালী পৌরসভায় মোট সাত জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- নৌকা প্রতীকের প্রার্থী শহীদ উল্লাহ খান সোহেল, স্বতন্ত্র লুতফুর রহমান লেলিন (মোবাইল, ২২৪৪ ভোট), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. শহীদুল ইসলাম (হাতপাখা, ৯৫০ ভোট), স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে অব্যাহতি পাওয়া মো. শহিদুল ইসলাম (কম্পিউটার, ৮৬২৮ ভোট), স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে অব্যাহতি পাওয়া আবু নাছের (নারিকেল গাছ, ১১১৭ ভোট), জাতীয় পার্টির মো. সামছুল ইসলাম মজনু (লাঙল, ১৭৯ ভোট) ও স্বতন্ত্র প্রার্থী মো. কাজী আনোয়ার হোসেন (জগ, ২২৭ ভোট)।
উল্লেখ্য, নোয়াখালী পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৪ কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হয়েছে। ৯ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৬৩ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় মোট ভোটার ৭৫ হাজার ৭২৬ জন।