নোয়াখালী প্রতিনিধি : গত কয়েক মাসের তুলনায় নোয়াখালীতে করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কমেছে। গতকাল সোমবারের তথ্য মতে গত ২৪ ঘণ্টায় নোয়াখালীর কবিরহাট উপজেলায় একজন ও কোভিড ডেডিকেটেড হাসপাতালে একজন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১০০ জন। পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার শতকরা ১৭ দশমিক ১২ ভাগ। গতকাল সোমবার সকালে করোনায় আক্রান্ত ও মৃত্যুর তথ্যগুলো নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার ও কোভিড হাসপাতালের ইনচার্জ ডা. নিরুপম দাশ। ডা. নিরুপম দাশ বলেন, ‘রবিবার সকাল থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। সুস্থ হয়েছেন পাঁচজন। আক্রান্তদের মধ্যে ৬৫ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১২ জনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়াও উন্নত চিকিৎসার জন্য তিনজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় জেলার তিনটি পিসিআর ল্যাবে ৫৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১০০টি নমুনা পজিটিভ এসেছে। জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮ হাজার ৮৬৮ জনে দাঁড়িয়েছে। মারা গেছেন ২১৪ জন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫২০ জন। নতুন শানাক্তের হার ১৭ দশমিক ১২ শতাংশ। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন চার হাজার ১৩৪ জন। সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, ‘উপজেলা পর্যায়ে আমাদের স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম, সভা, বাড়ি বাড়ি লককডাউনের কারণে জেলায় করোনা সংক্রমণ কমতে শুরু করেছে। এছাড়াও করোনা ভ্যাকসিন নিতে জেলার মানুষের আগ্রহ অনেক বেড়েছে। প্রতিটি উপজেলা পর্যায়ে মানুষ টিকা নিচ্ছেন। টিকা নেওয়ার সংখ্যা যত বাড়বে, করোনা সংক্রমণ তত কমতে থাকবে। ১৫ আগস্ট পর্যন্ত জেলায় টিকার প্রথম ডোজ নিয়েছেন প্রায় দুই লাখ ৩০ হাজার মানুষ। তাদের মধ্যে প্রায় ৭৫ হাজার দ্বিতীয় ডোজ নিয়েছেন।’