নোয়াখালী প্রতিনিধি : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে এ প্রতিপাদ্যে ও তারুণ্যের শক্তিতে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নোয়াখালীতে তারুণ্যের উৎসবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ভুলুয়া ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে ও সহকারী পরিচালক তানভীর মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাঈল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ হারুন, উপাধ্যক্ষ মো. নুরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার কমিটির মূখ্য সংগঠক ফরহাদুল ইসলাম, সিনিয়র সংগঠক নাহিদা সুলতানা ইতু, যুগ্ম সদস্য সচিব মাহমুদুল হাসান রাফি, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মুরাদ হোসেন রাব্বি। বক্তারা, তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে সুন্দর এক আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
একই সাথে সবাইকে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে এগিয়ে আসার জন্য নিজেদের গড়ে তুলতে বলেন। জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে জুলাই আগস্টের দিনগুলি নিয়ে প্রামাণ্য চিত্র পর্দশন করা হয়।