ঢাকা ০২:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

নোরার সঙ্গে নেচে সিদ্ধার্থের ‘ইচ্ছেপূরণ’

  • আপডেট সময় : ১১:৩৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • ৭৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : সম্প্রতি মুক্তি পেয়েছে সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত নতুন সিনেমা ‘থ্যাংক গড’। এখানে তার সঙ্গে অভিনয় করেছেন অজয় দেবগন ও রাকুল প্রীত সিং। সিনেমাটিতে একটি বিশেষ গান রয়েছে, যেটাতে হালের বলিউড সেনসেশন নোরা ফাতেহির সঙ্গে পারফর্ম করেছেন সিদ্ধার্থ। এর মাধ্যমে অনেকদিন ধরে পুষে রাখা ইচ্ছে পূরণ হয়েছে বলে জানালেন এ অভিনেতা। গানটির শিরোনাম ‘মানিকে’। এটি মূলত শ্রীলংকান গায়িকা ইয়োহানির গান; যেটা গত বছরের আগস্টে ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল। ‘থ্যাংক গড’ সিনেমায় ইয়োহানিকে দিয়েই নতুন করে গানটি গাওয়ানো হয়েছে। গানটির দৃশ্যে সিদ্ধার্থ ও নোরার আবেদনময়ী নৃত্য নজর কেড়েছে দর্শকের। প্রকাশের মাত্র এক মাসেই এটির ভিউ ছাড়িয়েছে ১০৯ মিলিয়ন। দর্শকের এমন সাড়া পেয়ে আনন্দিত অভিনেতা। তার ভাষ্য, ‘এটি সিনেমার মূল গান। নোরা খুব মজার একটি চরিত্র ফুটিয়ে তুলেছেন; শুধু গানের জন্যই তাকে উপস্থাপন করা হয়নি। এটা কেবল আইটেম গান নয়, সিনেমার গল্পের সঙ্গে দারুণভাবে সমন্বিত হয়েছে।’ সিদ্ধার্থ জানান, তিনি এর আগেও নোরা ফাতেহির সঙ্গে কাজ করেছেন। তবে একসঙ্গে নাচার সুযোগ হয়নি। তাই ভেবে রেখেছিলেন, পরের প্রজেক্টে অবশ্যই এই আইটেম গার্লের সঙ্গে কোমর দোলাবেন। সেই ইচ্ছেটা পূরণ হয়েছে ‘মানিকে’র মাধ্যমে। তিনি বলেন, “নোরা ও আমি অনেকগুলো গান করেছি; তবে এবারই প্রথম আমরা একসঙ্গে নাচলাম। ‘মারজাভা’ সিনেমায় আমরা ‘এক তো কাম জিন্দেগি’ গানে ছিলাম, কিন্তু সেখানে আমি শুধু ওর নাচ দেখেছি। ওই সময় আমি তাকে বলেছি, পরেরবার আমরা একসঙ্গে একটি গান করবো এবং তোমার সঙ্গে যেন নাচতে পারি সেটা নিশ্চিত করবো।” উল্লেখ্য, গত ২৫ অক্টোবর মুক্তি পেয়েছে ইন্দ্র কুমার পরিচালিত ‘থ্যাংক গড’। দুইদিনে সিনেমাটি আয় করেছে ১৪ কোটি ১০ লাখ রুপি। সূত্র: নিউজ১৮

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইইউ ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

নোরার সঙ্গে নেচে সিদ্ধার্থের ‘ইচ্ছেপূরণ’

আপডেট সময় : ১১:৩৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২

বিনোদন ডেস্ক : সম্প্রতি মুক্তি পেয়েছে সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত নতুন সিনেমা ‘থ্যাংক গড’। এখানে তার সঙ্গে অভিনয় করেছেন অজয় দেবগন ও রাকুল প্রীত সিং। সিনেমাটিতে একটি বিশেষ গান রয়েছে, যেটাতে হালের বলিউড সেনসেশন নোরা ফাতেহির সঙ্গে পারফর্ম করেছেন সিদ্ধার্থ। এর মাধ্যমে অনেকদিন ধরে পুষে রাখা ইচ্ছে পূরণ হয়েছে বলে জানালেন এ অভিনেতা। গানটির শিরোনাম ‘মানিকে’। এটি মূলত শ্রীলংকান গায়িকা ইয়োহানির গান; যেটা গত বছরের আগস্টে ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল। ‘থ্যাংক গড’ সিনেমায় ইয়োহানিকে দিয়েই নতুন করে গানটি গাওয়ানো হয়েছে। গানটির দৃশ্যে সিদ্ধার্থ ও নোরার আবেদনময়ী নৃত্য নজর কেড়েছে দর্শকের। প্রকাশের মাত্র এক মাসেই এটির ভিউ ছাড়িয়েছে ১০৯ মিলিয়ন। দর্শকের এমন সাড়া পেয়ে আনন্দিত অভিনেতা। তার ভাষ্য, ‘এটি সিনেমার মূল গান। নোরা খুব মজার একটি চরিত্র ফুটিয়ে তুলেছেন; শুধু গানের জন্যই তাকে উপস্থাপন করা হয়নি। এটা কেবল আইটেম গান নয়, সিনেমার গল্পের সঙ্গে দারুণভাবে সমন্বিত হয়েছে।’ সিদ্ধার্থ জানান, তিনি এর আগেও নোরা ফাতেহির সঙ্গে কাজ করেছেন। তবে একসঙ্গে নাচার সুযোগ হয়নি। তাই ভেবে রেখেছিলেন, পরের প্রজেক্টে অবশ্যই এই আইটেম গার্লের সঙ্গে কোমর দোলাবেন। সেই ইচ্ছেটা পূরণ হয়েছে ‘মানিকে’র মাধ্যমে। তিনি বলেন, “নোরা ও আমি অনেকগুলো গান করেছি; তবে এবারই প্রথম আমরা একসঙ্গে নাচলাম। ‘মারজাভা’ সিনেমায় আমরা ‘এক তো কাম জিন্দেগি’ গানে ছিলাম, কিন্তু সেখানে আমি শুধু ওর নাচ দেখেছি। ওই সময় আমি তাকে বলেছি, পরেরবার আমরা একসঙ্গে একটি গান করবো এবং তোমার সঙ্গে যেন নাচতে পারি সেটা নিশ্চিত করবো।” উল্লেখ্য, গত ২৫ অক্টোবর মুক্তি পেয়েছে ইন্দ্র কুমার পরিচালিত ‘থ্যাংক গড’। দুইদিনে সিনেমাটি আয় করেছে ১৪ কোটি ১০ লাখ রুপি। সূত্র: নিউজ১৮