ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

নোট বাতিলের ঘোষণা গুজব: বাংলাদেশ ব্যাংক

  • আপডেট সময় : ০১:৪২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
  • ১২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : এক হাজার টাকার লাল নোট ‘বাতিলের ঘোষণা’কে গুজব বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিষয়টি সম্পূর্ণ ‘ভুয়া’ ও ‘মিথ্যা’। বাংলাদেশ ব্যাংক এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয় নি। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক হাজার টাকা মূল্যমানের লাল নোট বা অন্য কোনো নোট অচল হিসেবে ঘোষণা করা হয়নি। এতে আরো বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক এক হাজার টাকা মূল্যমানের লাল নোট আগামী ৩০ মে ২০২২ এরপর অচল হিসাবে গণ্য করা হবে- মর্মে সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মে গুজব/বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে, যা বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিগোচর হয়েছে। এরই প্রেক্ষিতে, জণসাধারণকে উক্ত গুজব/বিভ্রান্তিকর তথ্য আমলে না নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে, ‘১০০০ টাকার লাল নোট বাতিল করার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক’- এমন তথ্য প্রচার করেছে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নোট বাতিলের ঘোষণা গুজব: বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় : ০১:৪২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক : এক হাজার টাকার লাল নোট ‘বাতিলের ঘোষণা’কে গুজব বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিষয়টি সম্পূর্ণ ‘ভুয়া’ ও ‘মিথ্যা’। বাংলাদেশ ব্যাংক এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয় নি। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক হাজার টাকা মূল্যমানের লাল নোট বা অন্য কোনো নোট অচল হিসেবে ঘোষণা করা হয়নি। এতে আরো বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক এক হাজার টাকা মূল্যমানের লাল নোট আগামী ৩০ মে ২০২২ এরপর অচল হিসাবে গণ্য করা হবে- মর্মে সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মে গুজব/বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে, যা বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিগোচর হয়েছে। এরই প্রেক্ষিতে, জণসাধারণকে উক্ত গুজব/বিভ্রান্তিকর তথ্য আমলে না নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে, ‘১০০০ টাকার লাল নোট বাতিল করার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক’- এমন তথ্য প্রচার করেছে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল।