ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

নোটিফিকেশন পাঠাতে আগেই অনুমতি নেবে অ্যান্ড্রয়েড ১৩

  • আপডেট সময় : ১০:২১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
  • ৬৯ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : অ্যাপের নোটিফিকেশন পোস্ট করার আগেই ব্যবহারকারীর অনুমতি নিয়ে রাখবে অ্যান্ড্রয়েড ১৩। আসন্ন অপারেটিং সিস্টেমটির দ্বিতীয় ‘ডেভেলপার প্রিভিউ’ সংস্করণে যোগ হয়েছে এই নতুন ফিচারটি।
গুগল অ্যান্ড্রয়েড ১৩ এর দ্বিতীয় ‘ডেভেলপার প্রিভিউ’ উন্মুক্ত করেছে বৃহস্পতিবার। ডেভেলপার প্রিভিউয়ের নতুন ফিচারটি নিয়ে এক ব্লগ পোস্টে গুগলের অ্যান্ড্রয়েড প্রকৌশল বিভাগের ভাইস-প্রেসিডেন্ট ডেভ বার্ক জানিয়েছেন, “অ্যান্ড্রয়েড ১৩ এর অ্যাপগুলোকে নোটিফিকেশন পোস্ট করার আগেই ব্যবহারকারীর কাছ থেকে নোটিফিকেশন দেওয়ার অনুমতি নিয়ে রাখতে হবে।”
আইওএস ডিভাইসে একই ধরনের ফিচার চালু আছে বেশ কয়েক বছর ধরেই। এবার অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মেও ফিচারটির উপস্থিতিকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকেই দেখছেন সংশ্লিষ্টরা। ফিচারটি অযাচিত নোটিফিকেশন এড়িয়ে কেবল নির্ধারিত অ্যাপের নোটিফিকেশন পাওয়ার কার্যকর উপায় হবে বলে মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
অ্যান্ড্রয়েড ১৩ এর দ্বিতীয় সংস্করণে নতুন ফিচার হিসেবে আরও এসেছে ‘ব্লুটুথ লো এনার্জি (এলই) অডিও’ সক্ষমতা। ‘ব্লুটুথ এলই অডিও’ ব্লুটুথ প্রযুক্তির একটি নতুন মান যা কম বিটরেটে আরও ভালো মানের অডিও সিগনাল পাঠাতে পারে। ‘লো কমপ্লেক্সিটি কমিউনিকেশন কোডেক (এলসি৩)’ অডিও কোডেক ব্যবহার করে এই প্রযুক্তি। ভার্জের প্রতিবেদন বলছে, ডিভাইসের ব্যাটারি খরচ কমাবে এই প্রযুক্তি। এ ছাড়াও মিডি ২.০ মান সমর্থন করবে অ্যান্ড্রয়েড ১৩। দুই ডিভাইসের মধ্যে দ্বিপক্ষীয় যোগাযোগের সুবিধা দেবে এই প্রযুক্তি। ভার্জ বলছে, এই ফিচারটিতে ৩২-বিটের মেসেজের রেজুলিউশন আরো বাড়বে। ফেব্রুয়ারি মাসেই অ্যান্ড্রয়েড ১৩ এর প্রথম ডেভেলপার প্রিভিউ উন্মুক্ত করেছিল গুগল। প্রথম প্রিভিউতে থিম নির্ধারণের বেলায় নতুন অপশন আর পুরো সিস্টেম থেকে ছবি বেছে নেওয়ার ফিচার দেখিয়েছিল প্রতিষ্ঠানটি। তবে, ডেভেলপার প্রিভিউগুলো সাধারণ ব্যবহারকারীদের ইনস্টল না করার পরামর্শই দিয়েছে ভার্জ। জুলাই মাসের পরে বাজারে আসার কথা রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ এর মূল সংস্করণের; বর্তমান সংস্করণগুলোর নির্মাণকাজ চলমান থাকায় এতে অজানা বাগের উপস্থিতি প্রায় নিশ্চিত।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নোটিফিকেশন পাঠাতে আগেই অনুমতি নেবে অ্যান্ড্রয়েড ১৩

আপডেট সময় : ১০:২১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২

প্রযুক্তি ডেস্ক : অ্যাপের নোটিফিকেশন পোস্ট করার আগেই ব্যবহারকারীর অনুমতি নিয়ে রাখবে অ্যান্ড্রয়েড ১৩। আসন্ন অপারেটিং সিস্টেমটির দ্বিতীয় ‘ডেভেলপার প্রিভিউ’ সংস্করণে যোগ হয়েছে এই নতুন ফিচারটি।
গুগল অ্যান্ড্রয়েড ১৩ এর দ্বিতীয় ‘ডেভেলপার প্রিভিউ’ উন্মুক্ত করেছে বৃহস্পতিবার। ডেভেলপার প্রিভিউয়ের নতুন ফিচারটি নিয়ে এক ব্লগ পোস্টে গুগলের অ্যান্ড্রয়েড প্রকৌশল বিভাগের ভাইস-প্রেসিডেন্ট ডেভ বার্ক জানিয়েছেন, “অ্যান্ড্রয়েড ১৩ এর অ্যাপগুলোকে নোটিফিকেশন পোস্ট করার আগেই ব্যবহারকারীর কাছ থেকে নোটিফিকেশন দেওয়ার অনুমতি নিয়ে রাখতে হবে।”
আইওএস ডিভাইসে একই ধরনের ফিচার চালু আছে বেশ কয়েক বছর ধরেই। এবার অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মেও ফিচারটির উপস্থিতিকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকেই দেখছেন সংশ্লিষ্টরা। ফিচারটি অযাচিত নোটিফিকেশন এড়িয়ে কেবল নির্ধারিত অ্যাপের নোটিফিকেশন পাওয়ার কার্যকর উপায় হবে বলে মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
অ্যান্ড্রয়েড ১৩ এর দ্বিতীয় সংস্করণে নতুন ফিচার হিসেবে আরও এসেছে ‘ব্লুটুথ লো এনার্জি (এলই) অডিও’ সক্ষমতা। ‘ব্লুটুথ এলই অডিও’ ব্লুটুথ প্রযুক্তির একটি নতুন মান যা কম বিটরেটে আরও ভালো মানের অডিও সিগনাল পাঠাতে পারে। ‘লো কমপ্লেক্সিটি কমিউনিকেশন কোডেক (এলসি৩)’ অডিও কোডেক ব্যবহার করে এই প্রযুক্তি। ভার্জের প্রতিবেদন বলছে, ডিভাইসের ব্যাটারি খরচ কমাবে এই প্রযুক্তি। এ ছাড়াও মিডি ২.০ মান সমর্থন করবে অ্যান্ড্রয়েড ১৩। দুই ডিভাইসের মধ্যে দ্বিপক্ষীয় যোগাযোগের সুবিধা দেবে এই প্রযুক্তি। ভার্জ বলছে, এই ফিচারটিতে ৩২-বিটের মেসেজের রেজুলিউশন আরো বাড়বে। ফেব্রুয়ারি মাসেই অ্যান্ড্রয়েড ১৩ এর প্রথম ডেভেলপার প্রিভিউ উন্মুক্ত করেছিল গুগল। প্রথম প্রিভিউতে থিম নির্ধারণের বেলায় নতুন অপশন আর পুরো সিস্টেম থেকে ছবি বেছে নেওয়ার ফিচার দেখিয়েছিল প্রতিষ্ঠানটি। তবে, ডেভেলপার প্রিভিউগুলো সাধারণ ব্যবহারকারীদের ইনস্টল না করার পরামর্শই দিয়েছে ভার্জ। জুলাই মাসের পরে বাজারে আসার কথা রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ এর মূল সংস্করণের; বর্তমান সংস্করণগুলোর নির্মাণকাজ চলমান থাকায় এতে অজানা বাগের উপস্থিতি প্রায় নিশ্চিত।