ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

নেলসন ম্যান্ডেলার নাতনি জোলেকার মৃত্যু

  • আপডেট সময় : ১২:২৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
  • ৬৫ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতনি জোলেকা ম্যান্ডেলা মারা গেছেন। ৪৩ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তিনি। একজন মুখপাত্র জানিয়েছেন, বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের পরিবেষ্টিত হয়ে সোমবার সন্ধ্যায় তিনি মারা যান।
গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সা¤প্রতিক বছরগুলোতে জোলেকা ম্যান্ডেলা তার ক্যান্সারের চিকিৎসার বিশদ বিবরণের জন্য সুপরিচিত হয়েছিলেন। তিনি তার মাদকাসক্তির অতীত ইতিহাস সম্পর্কেও খোলামেলা কথা বলতেন। নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন বলেছে, জোলেকার কাজ ছিল অনুপ্রেরণামূলক। ফাউন্ডেশনটি বলেছে, তিনি ‘ক্যান্সার প্রতিরোধ সম্পর্কে সচেতনতা’ তৈরি করেছিলেন এবং সেইসাথে ‘রোগটি নিয়ে নানা কুসংস্কার ও নেতিবাচক বিশ্বাসও ভেঙ্গে ফেলেছেন’। জোলেকা ম্যান্ডেলা বিষণ্ণতা নিয়ে তার সংগ্রাম এবং শৈশবে যৌন নিপীড়নের শিকার হওয়ার বিষয়টি নিয়েও অকপটে কথা বলতেন। এছাড়া ২০১০ সালে তার ১৩ বছর বয়সী মেয়ে গাড়ি দুর্ঘটনায় নিহত হওয়ার পর তিনি আরও ভালো সড়ক নিরাপত্তার জন্য প্রচারণা চালান। পরে অকালে জন্মগ্রহণ করা একটি ছেলে সন্তানকেও হারিয়েছিলেন তিনি। নেলসন ম্যান্ডেলার এই নাতনি চার সন্তান রেখে গেছেন।
বিবিসি বলছে, মিসেস ম্যান্ডেলা ছিলেন নেলসন ম্যান্ডেলার দ্বিতীয় স্ত্রী উইনির নাতনি। নিজের আত্মজীবনী হোয়েন হোপ হুইস্পার্সে তার জীবনের গল্প লিখে গেছেন তিনি। ৩২ বছর বয়সে তার স্তন ক্যান্সার ধরা পড়ে। পরে চিকিৎসা নিয়ে রোগ থেকে মুক্ত হলেও পরে এই অসুস্থতা আবারও ফিরে আসে। গত বছর তিনি লিভার এবং ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত বলে নিশ্চিত হন জোলেকা। পরে এটি শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়ে। অসুস্থ হওয়ার পর থেকে তাকে বহির্বিভাগের রোগী হিসেবে চিকিৎসা করা হলেও মাত্র এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ২০২২ সালের আগস্টে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্ট জোলেকা বলেছিলেন, ‘আমি আমার বাচ্চাদের কী বলব? আমি কীভাবে তাদের বলব যে- আমি বেঁচে থাকতে পারব না? আমি কীভাবে তাদের বলব যে- সবকিছু ঠিক হয়ে যাবে? আমি মারা যাচ্ছি… আমি আমি মরতে চাই না।’
অবশ্য গত এপ্রিল মাসে দেওয়া এক সাক্ষাৎকারে মিসেস ম্যান্ডেলা বলেছিলেন: ‘আমি আমার পরিস্থিতির সাথে মানিয়ে চলতে শিখছি।’
বিবিসি বলছে, ২৭ বছর আটক থাকার পর দাদা নেলসন ম্যান্ডেলা যখন ১৯৯০ সালে কারাগার থেকে মুক্তি পান তখন জোলেকা ম্যান্ডেলার বয়স ছিল মাত্র ১০ বছর। জন্মের পর থেকে তিনি তাকে শুধুমাত্র একজন বন্দী মানুষ হিসেবেই চিনতেন। পরে যখন তাকে মুক্তি দেওয়া হয় তখন তার বাড়ি ফেরার খবরে তিনি খুব উচ্ছ¡সিত হয়েছিলেন। নেলসন ম্যান্ডেলা ২০১৩ সালে ৯৫ বছর বয়সে মারা যান।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নেলসন ম্যান্ডেলার নাতনি জোলেকার মৃত্যু

আপডেট সময় : ১২:২৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩

প্রত্যাশা ডেস্ক : দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতনি জোলেকা ম্যান্ডেলা মারা গেছেন। ৪৩ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তিনি। একজন মুখপাত্র জানিয়েছেন, বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের পরিবেষ্টিত হয়ে সোমবার সন্ধ্যায় তিনি মারা যান।
গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সা¤প্রতিক বছরগুলোতে জোলেকা ম্যান্ডেলা তার ক্যান্সারের চিকিৎসার বিশদ বিবরণের জন্য সুপরিচিত হয়েছিলেন। তিনি তার মাদকাসক্তির অতীত ইতিহাস সম্পর্কেও খোলামেলা কথা বলতেন। নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন বলেছে, জোলেকার কাজ ছিল অনুপ্রেরণামূলক। ফাউন্ডেশনটি বলেছে, তিনি ‘ক্যান্সার প্রতিরোধ সম্পর্কে সচেতনতা’ তৈরি করেছিলেন এবং সেইসাথে ‘রোগটি নিয়ে নানা কুসংস্কার ও নেতিবাচক বিশ্বাসও ভেঙ্গে ফেলেছেন’। জোলেকা ম্যান্ডেলা বিষণ্ণতা নিয়ে তার সংগ্রাম এবং শৈশবে যৌন নিপীড়নের শিকার হওয়ার বিষয়টি নিয়েও অকপটে কথা বলতেন। এছাড়া ২০১০ সালে তার ১৩ বছর বয়সী মেয়ে গাড়ি দুর্ঘটনায় নিহত হওয়ার পর তিনি আরও ভালো সড়ক নিরাপত্তার জন্য প্রচারণা চালান। পরে অকালে জন্মগ্রহণ করা একটি ছেলে সন্তানকেও হারিয়েছিলেন তিনি। নেলসন ম্যান্ডেলার এই নাতনি চার সন্তান রেখে গেছেন।
বিবিসি বলছে, মিসেস ম্যান্ডেলা ছিলেন নেলসন ম্যান্ডেলার দ্বিতীয় স্ত্রী উইনির নাতনি। নিজের আত্মজীবনী হোয়েন হোপ হুইস্পার্সে তার জীবনের গল্প লিখে গেছেন তিনি। ৩২ বছর বয়সে তার স্তন ক্যান্সার ধরা পড়ে। পরে চিকিৎসা নিয়ে রোগ থেকে মুক্ত হলেও পরে এই অসুস্থতা আবারও ফিরে আসে। গত বছর তিনি লিভার এবং ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত বলে নিশ্চিত হন জোলেকা। পরে এটি শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়ে। অসুস্থ হওয়ার পর থেকে তাকে বহির্বিভাগের রোগী হিসেবে চিকিৎসা করা হলেও মাত্র এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ২০২২ সালের আগস্টে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্ট জোলেকা বলেছিলেন, ‘আমি আমার বাচ্চাদের কী বলব? আমি কীভাবে তাদের বলব যে- আমি বেঁচে থাকতে পারব না? আমি কীভাবে তাদের বলব যে- সবকিছু ঠিক হয়ে যাবে? আমি মারা যাচ্ছি… আমি আমি মরতে চাই না।’
অবশ্য গত এপ্রিল মাসে দেওয়া এক সাক্ষাৎকারে মিসেস ম্যান্ডেলা বলেছিলেন: ‘আমি আমার পরিস্থিতির সাথে মানিয়ে চলতে শিখছি।’
বিবিসি বলছে, ২৭ বছর আটক থাকার পর দাদা নেলসন ম্যান্ডেলা যখন ১৯৯০ সালে কারাগার থেকে মুক্তি পান তখন জোলেকা ম্যান্ডেলার বয়স ছিল মাত্র ১০ বছর। জন্মের পর থেকে তিনি তাকে শুধুমাত্র একজন বন্দী মানুষ হিসেবেই চিনতেন। পরে যখন তাকে মুক্তি দেওয়া হয় তখন তার বাড়ি ফেরার খবরে তিনি খুব উচ্ছ¡সিত হয়েছিলেন। নেলসন ম্যান্ডেলা ২০১৩ সালে ৯৫ বছর বয়সে মারা যান।