ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫

নেপালে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ৩২

  • আপডেট সময় : ১১:৩৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
  • ৮১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : নেপালে বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। গত মঙ্গলবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় মুগু জেলায় এই ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবারের এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা কমপক্ষে ২৮ জন।
নেপালের গণমাধ্যমগুলো জানিয়েছে, গত মঙ্গলবার দেশটির মুগু জেলায় একটি বাসে করে ভ্রমণ করছিলেন বহু যাত্রী। পাহাড়ি পথে চলার সময় বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং প্রায় ১ হাজার ফুট (৩০০ মিটার) নিচে পড়ে যায়। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরের ঠিক পরপরই এই দুর্ঘটনা ঘটে বলেও জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।
কাঠমান্ডু পোস্ট বলছে, বাসটিতে মোট ৪৫ জন যাত্রী ছিলেন। ৩২ জন নিহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ এখনও পরিষ্কার নয়। তবে কিছু রিপোর্টের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, দুর্ঘটনায় পতিত হওয়ার আগে বাসটির ব্রেক ফেল হয়ে থাকতে পারে। পার্বত্য দেশ নেপালে সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ ব্যাপার। মূলত খারাপ রাস্তা অথবা দুর্বল রক্ষণাবেক্ষণ হওয়া যানবাহনের কারণেই এসব দুর্ঘটনা ঘটে থাকে।
এদিকে দুর্ঘটনার বেশ কিছু ছবি প্রকাশ করেছে নেপালের সংবাদমাধ্যমগুলো। সেখানে উদ্ধারকর্মীদেরকে হতাহতদের এবং ব্যাগসহ তাদের অন্যান্য জিনিসপত্র বহন করতে দেখা যায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এছাড়া নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে তারা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নেপালে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ৩২

আপডেট সময় : ১১:৩৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : নেপালে বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। গত মঙ্গলবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় মুগু জেলায় এই ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবারের এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা কমপক্ষে ২৮ জন।
নেপালের গণমাধ্যমগুলো জানিয়েছে, গত মঙ্গলবার দেশটির মুগু জেলায় একটি বাসে করে ভ্রমণ করছিলেন বহু যাত্রী। পাহাড়ি পথে চলার সময় বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং প্রায় ১ হাজার ফুট (৩০০ মিটার) নিচে পড়ে যায়। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরের ঠিক পরপরই এই দুর্ঘটনা ঘটে বলেও জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।
কাঠমান্ডু পোস্ট বলছে, বাসটিতে মোট ৪৫ জন যাত্রী ছিলেন। ৩২ জন নিহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ এখনও পরিষ্কার নয়। তবে কিছু রিপোর্টের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, দুর্ঘটনায় পতিত হওয়ার আগে বাসটির ব্রেক ফেল হয়ে থাকতে পারে। পার্বত্য দেশ নেপালে সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ ব্যাপার। মূলত খারাপ রাস্তা অথবা দুর্বল রক্ষণাবেক্ষণ হওয়া যানবাহনের কারণেই এসব দুর্ঘটনা ঘটে থাকে।
এদিকে দুর্ঘটনার বেশ কিছু ছবি প্রকাশ করেছে নেপালের সংবাদমাধ্যমগুলো। সেখানে উদ্ধারকর্মীদেরকে হতাহতদের এবং ব্যাগসহ তাদের অন্যান্য জিনিসপত্র বহন করতে দেখা যায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এছাড়া নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে তারা।