ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

নেপালের প্রধান বিচারপতিকে বরখাস্ত

  • আপডেট সময় : ১২:৫৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : নেপালের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চোলেন্দ্র শমশের রানাকে বরখাস্ত করা হয়েছে। বিচারপতি চোলেন্দ্র শমশেরের বিরুদ্ধে অভিযোগ, স্বজনদের রাজনৈতিক পদ পাইয়ে দেওয়ার বিনিময়ে সাবেক প্রধান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে সরিয়ে দিয়ে পার্লামেন্ট পুনর্বহালের নির্দেশ দিয়েছেন। দেশটির বার অ্যাসোসিয়েশন থেকে বলা হয়, রানা কয়েকজন রাজনীতিবিদদের কাছ থেকে তার আত্মীয়দের মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে প্রধানমন্ত্রীর পদ থেকে ওলিকে সরিয়ে দেন। এবং পার্লামেন্ট পুনর্বহালের নির্দেশ দিয়েছিলেন। গত রোববার দেশটির পার্লামেন্টের চলা ভোটাভুটিতে অভিসংশনের পক্ষে পড়েছে প্রায় এক-তৃতীয়াংশ ভোট। কোনো প্রস্তাব পাসের জন্য উপস্থিত আইনপ্রণেতাদের দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন পড়ে। এ বিষয়ে দেশটির আইনমন্ত্রী দিলেন্দ্র প্রসাদ বাবু সাংবাদিকদের বলেন,‘দীর্ঘদিন ধরে বিচার ব্যবস্থায় যে অচলাবস্থা চলছে তার অবসানে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
‘‘ক্ষমতা পৃথকীকরণের অধীনে বিচার বিভাগ ন্যায়বিচার দিতে ব্যর্থ হওয়ায় আমরা আমাদের ভূমিকা পালন করেছি।’’ জোটের শরিকদের মধ্যে বিরোধের জেরে এর আগে সাবেক প্রধানমন্ত্রী ওলি এক বছরের মধ্যে দুইবার পার্লামেন্ট ভেঙে দিয়েছিলেন। পরে সুপ্রিম কোর্ট ওই বিরোধে হস্তক্ষেপ করে।
গত বছরের জুলাই মাসে প্রধান বিচারপতি প্রধানমন্ত্রী ওলিকে সরিয়ে দিয়ে পার্লামেন্ট পুনর্বহালের নির্দেশ দেন। এর কিছুদিন পরেই দেশটির আইনজীবী সমিতি প্রধান বিচারপতির বিরুদ্ধে কিছু অভিযোগ তোলে। বিভিন্ন মামলায় অন্য বিচারপতিদের প্রভাবিত করার অভিযোগ রয়েছে প্রধান বিচারপতির বিরুদ্ধে। তবে, তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেপালের প্রধান বিচারপতিকে বরখাস্ত

আপডেট সময় : ১২:৫৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২

প্রত্যাশা ডেস্ক : নেপালের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চোলেন্দ্র শমশের রানাকে বরখাস্ত করা হয়েছে। বিচারপতি চোলেন্দ্র শমশেরের বিরুদ্ধে অভিযোগ, স্বজনদের রাজনৈতিক পদ পাইয়ে দেওয়ার বিনিময়ে সাবেক প্রধান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে সরিয়ে দিয়ে পার্লামেন্ট পুনর্বহালের নির্দেশ দিয়েছেন। দেশটির বার অ্যাসোসিয়েশন থেকে বলা হয়, রানা কয়েকজন রাজনীতিবিদদের কাছ থেকে তার আত্মীয়দের মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে প্রধানমন্ত্রীর পদ থেকে ওলিকে সরিয়ে দেন। এবং পার্লামেন্ট পুনর্বহালের নির্দেশ দিয়েছিলেন। গত রোববার দেশটির পার্লামেন্টের চলা ভোটাভুটিতে অভিসংশনের পক্ষে পড়েছে প্রায় এক-তৃতীয়াংশ ভোট। কোনো প্রস্তাব পাসের জন্য উপস্থিত আইনপ্রণেতাদের দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন পড়ে। এ বিষয়ে দেশটির আইনমন্ত্রী দিলেন্দ্র প্রসাদ বাবু সাংবাদিকদের বলেন,‘দীর্ঘদিন ধরে বিচার ব্যবস্থায় যে অচলাবস্থা চলছে তার অবসানে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
‘‘ক্ষমতা পৃথকীকরণের অধীনে বিচার বিভাগ ন্যায়বিচার দিতে ব্যর্থ হওয়ায় আমরা আমাদের ভূমিকা পালন করেছি।’’ জোটের শরিকদের মধ্যে বিরোধের জেরে এর আগে সাবেক প্রধানমন্ত্রী ওলি এক বছরের মধ্যে দুইবার পার্লামেন্ট ভেঙে দিয়েছিলেন। পরে সুপ্রিম কোর্ট ওই বিরোধে হস্তক্ষেপ করে।
গত বছরের জুলাই মাসে প্রধান বিচারপতি প্রধানমন্ত্রী ওলিকে সরিয়ে দিয়ে পার্লামেন্ট পুনর্বহালের নির্দেশ দেন। এর কিছুদিন পরেই দেশটির আইনজীবী সমিতি প্রধান বিচারপতির বিরুদ্ধে কিছু অভিযোগ তোলে। বিভিন্ন মামলায় অন্য বিচারপতিদের প্রভাবিত করার অভিযোগ রয়েছে প্রধান বিচারপতির বিরুদ্ধে। তবে, তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।