ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

নেপালের একাদশেও আছেন লামিচানে

  • আপডেট সময় : ১১:৫০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
  • ১০৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : গত বছরের সেপ্টেম্বরে নেপালের সবচেয়ে বড় ক্রিকেট তারকা সন্দীপ লামিচানের বিরুদ্ধে এক সংখ্যালঘু নাবালিকা ধর্ষণের অভিযোগে মামলা ঠুঁকে দেয়। সিপিএল খেলে দেশে ফিরে গ্রেপ্তারও হন জাতীয় দলের অধিনায়ক, ক্রিকেট বোর্ড তাকে নিষিদ্ধও করে। গত মাসে তার জামিন মঞ্জুর হলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ডাক পান ত্রিদেশীয় সিরিজের দলে, মঙ্গলবার প্রথম ম্যাচে একাদশেও জায়গা পেলেন তিনি। নামিবিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলছে নেপাল। ঘরের মাঠে এই প্রতিযোগিতার জন্য দলে রাখা হয় লামিচানেকে। যদিও নেপালি ক্রিকেট ভক্তরা বিষয়টি সাদরে গ্রহণ করেননি। তারা জাতীয় দলের খেলা বয়কটের ঘোষণাও দেন। প্রতিপক্ষ নামিবিয়া ও স্কটল্যান্ড লামিচানের খেলার সিদ্ধান্ত নিঃসঙ্কোচে মেনে নেয়নি। তারা সব ধরনের লিঙ্গভিত্তিক সহিংসতা, বৈষম্য ও নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছে। গত বছরের সেপ্টেম্বরে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল লামিচানের বিরুদ্ধে। তখন তিনি সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজে ছিলেন। অক্টোবরে দেশে পা রাখার পর কাঠমান্ডু বিমানবন্দর থেকে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। সবশেষ জামিন পান এই মামলার রায় না হওয়া পর্যন্ত দেশ না ছাড়ার শর্তে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একাদশ ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ ২৮ আগস্ট রাতে

নেপালের একাদশেও আছেন লামিচানে

আপডেট সময় : ১১:৫০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩

ক্রীড়া ডেস্ক : গত বছরের সেপ্টেম্বরে নেপালের সবচেয়ে বড় ক্রিকেট তারকা সন্দীপ লামিচানের বিরুদ্ধে এক সংখ্যালঘু নাবালিকা ধর্ষণের অভিযোগে মামলা ঠুঁকে দেয়। সিপিএল খেলে দেশে ফিরে গ্রেপ্তারও হন জাতীয় দলের অধিনায়ক, ক্রিকেট বোর্ড তাকে নিষিদ্ধও করে। গত মাসে তার জামিন মঞ্জুর হলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ডাক পান ত্রিদেশীয় সিরিজের দলে, মঙ্গলবার প্রথম ম্যাচে একাদশেও জায়গা পেলেন তিনি। নামিবিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলছে নেপাল। ঘরের মাঠে এই প্রতিযোগিতার জন্য দলে রাখা হয় লামিচানেকে। যদিও নেপালি ক্রিকেট ভক্তরা বিষয়টি সাদরে গ্রহণ করেননি। তারা জাতীয় দলের খেলা বয়কটের ঘোষণাও দেন। প্রতিপক্ষ নামিবিয়া ও স্কটল্যান্ড লামিচানের খেলার সিদ্ধান্ত নিঃসঙ্কোচে মেনে নেয়নি। তারা সব ধরনের লিঙ্গভিত্তিক সহিংসতা, বৈষম্য ও নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছে। গত বছরের সেপ্টেম্বরে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল লামিচানের বিরুদ্ধে। তখন তিনি সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজে ছিলেন। অক্টোবরে দেশে পা রাখার পর কাঠমান্ডু বিমানবন্দর থেকে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। সবশেষ জামিন পান এই মামলার রায় না হওয়া পর্যন্ত দেশ না ছাড়ার শর্তে।