ঢাকা ১১:৩১ অপরাহ্ন, সোমবার, ০৩ মার্চ ২০২৫

নেননি মাতৃত্বকালীন বিরতি, কাজে ব্যস্ত কিয়ারা

  • আপডেট সময় : ০৫:০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: বলিউডের এ সময়ের অভিনেত্রী কিয়ারা আদভানি। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মা হতে যাওয়ার সুখবর দিয়েছেন তিনি। এরপর থেকেই শুভেচ্ছায় ভাসছেন তিনি ও তার স্বামী অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। নতুন ইনিংসের জন্য আলিয়া ভাট, শিল্পা শেঠি, কারিনা কাপুর খানের মতো বলিউডের অভিজ্ঞ মায়েদের অনেকেই কিয়ারাকে অভিনন্দন জানিয়েছেন। কেউ বা আবার দিয়েছেন উপদেশ। তবে কিয়ারা নেননি কিন্তু মাতৃত্বকালীন বিরতি। শুক্রবার মা হওয়ার খবর দিয়েই শনিবার (০১ মার্চ) পৌঁছে গেছেন শুটিং ফ্লোরে।

শুটিংয়ে প্রবেশের আগে তাকে ক্যামেরাবন্দী করেন অনেকেই। ক্যামেরা দেখে এদিন মুখ ফেরাননি কিয়ারা বরং পাল্টা হাসিমুখে কুশল বিনিময় করেছেন। এদিন কিয়ারার পরনে ছিল সাদা শার্ট। ঢিলেঢালা শার্টের জন্য বেবিবাম্প বিশেষ চোখে পড়েনি। তবে মাতৃত্বের লাবণ্যে পরিপূর্ণ কিয়ারাকে দেখে খুশি সবাই। বলিউডের একাধিক অভিনেত্রীরা মাতৃত্বকালীন ছুটি নেননি এর আগে। সেই তালিকায় যেমন আলিয়া ভাট রয়েছেন, তেমনই দীপিকা পাড়ুকোনও রয়েছেন।

সেই পথেই হাঁটলেন কিয়ারা। শনিবার মুম্বাইয়ের এক স্টুডিওয় দেখা যায় কিয়ারাকে। প্রসঙ্গত, ‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকেই প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন এই জুটি। রাজস্থানের জয়সালমীরের সূর্যগড় হোটেলে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে মালা বদল করেন তারা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নেননি মাতৃত্বকালীন বিরতি, কাজে ব্যস্ত কিয়ারা

আপডেট সময় : ০৫:০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

বিনোদন ডেস্ক: বলিউডের এ সময়ের অভিনেত্রী কিয়ারা আদভানি। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মা হতে যাওয়ার সুখবর দিয়েছেন তিনি। এরপর থেকেই শুভেচ্ছায় ভাসছেন তিনি ও তার স্বামী অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। নতুন ইনিংসের জন্য আলিয়া ভাট, শিল্পা শেঠি, কারিনা কাপুর খানের মতো বলিউডের অভিজ্ঞ মায়েদের অনেকেই কিয়ারাকে অভিনন্দন জানিয়েছেন। কেউ বা আবার দিয়েছেন উপদেশ। তবে কিয়ারা নেননি কিন্তু মাতৃত্বকালীন বিরতি। শুক্রবার মা হওয়ার খবর দিয়েই শনিবার (০১ মার্চ) পৌঁছে গেছেন শুটিং ফ্লোরে।

শুটিংয়ে প্রবেশের আগে তাকে ক্যামেরাবন্দী করেন অনেকেই। ক্যামেরা দেখে এদিন মুখ ফেরাননি কিয়ারা বরং পাল্টা হাসিমুখে কুশল বিনিময় করেছেন। এদিন কিয়ারার পরনে ছিল সাদা শার্ট। ঢিলেঢালা শার্টের জন্য বেবিবাম্প বিশেষ চোখে পড়েনি। তবে মাতৃত্বের লাবণ্যে পরিপূর্ণ কিয়ারাকে দেখে খুশি সবাই। বলিউডের একাধিক অভিনেত্রীরা মাতৃত্বকালীন ছুটি নেননি এর আগে। সেই তালিকায় যেমন আলিয়া ভাট রয়েছেন, তেমনই দীপিকা পাড়ুকোনও রয়েছেন।

সেই পথেই হাঁটলেন কিয়ারা। শনিবার মুম্বাইয়ের এক স্টুডিওয় দেখা যায় কিয়ারাকে। প্রসঙ্গত, ‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকেই প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন এই জুটি। রাজস্থানের জয়সালমীরের সূর্যগড় হোটেলে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে মালা বদল করেন তারা।